প্রণয় ভার্মাকে সংবর্ধনা : ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক কূটচালে নষ্ট হওয়ার নয়’

আগের সংবাদ

গ্যাস সংকট কাটছে না সহসা : দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট > সরবরাহ ২৬৬ কোটি ঘনফুট > দুর্ভোগে রাজধানীর বাসিন্দারা

পরের সংবাদ

দুপক্ষের গোলাগুলি : রাঙ্গামাটিতে জেএসএস কর্মী নিহত

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পাহাড়ের দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, গংগ্রিছড়া এলাকায় জেএসএস (সন্তু লারমা) এবং এমএনপির মধ্যে ওই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ওই সময় গোলাগুলিতে জেএসএস দলের সম্রাট (৩২) নিহত হন। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল দল। এরপর রাত পৌনে ১১টায় লাশ চন্দ্রঘোনা থানায় নিয়ে আসা হয়। বর্তমানে লাশটি পুলিশের হেফাজতে রয়েছে। ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে গংগ্রিছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। আমরা এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়