প্রণয় ভার্মাকে সংবর্ধনা : ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক কূটচালে নষ্ট হওয়ার নয়’

আগের সংবাদ

গ্যাস সংকট কাটছে না সহসা : দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট > সরবরাহ ২৬৬ কোটি ঘনফুট > দুর্ভোগে রাজধানীর বাসিন্দারা

পরের সংবাদ

আওয়ামী লীগের কর্মিসভায় সংঘর্ষে আহত ৩০ : সোনারগাঁও

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আবদুস ছাত্তার, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামী লীগের কর্মিসভায় দুই গ্রুপের সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন। গত বুধবার বিকালে উপজেলার শম্ভূপুরা ইউনিয়নের এলাহীনগর ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ১০ ইউনিয়ন ও একটি পৌরসভায় কর্মী সম্মেলনের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। বিকালে কর্মী সম্মেলনের আয়োজন করে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগ। এতে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন-সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এছাড়াও সম্মেলনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আবু বকর সিদ্দিক মোল্লা তার স্বাগত বক্তব্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে নাসির উদ্দিনকে মনোনয়ন দেয়া আওয়ামী লীগের ভুল সিদ্ধান্ত ছিল বলে উল্লেখ করেন। ফলে গত নির্বাচনে এ ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়।
এছাড়াও নাসির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করলে নাসির উদ্দিন সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে তাদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। পরে আবু বকর সিদ্দিক মোল্লার সমর্থকরা লাঠিসোটা নিয়ে নাসিরউদ্দিন সমর্থকদের ওপর হামলা করে। এসময় নাসিরউদ্দিন পক্ষের জান্নাত বেপারি, সোহেল, আরিফ, আরমান, শরীফ, আল আমিন, রাজিম, নাজমুল ও শামীমসহ ২০ জন এবং আবু বকর সিদ্দিক মোল্লার পক্ষের আনিছুর রহমান শামীম, নজরুল ইসলাম, বাবু মোল্লা, জাহাঙ্গীর, মিন্টু, সুজন, মোয়াজ্জেম, শহীদ ও বাবলুসহ ১০ জন আহত হন।
শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী নাসিরউদ্দিন বলেন, তিনি কর্মী সম্মেলনে প্রায় দুই হাজার নেতাকর্মী নিয়ে অংশ নেন। এ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মোল্লা আমাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেন। এসময় নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মোল্লা বলেন, এ ইউনিয়নে নৌকার পরাজয়ের কারণ তুলে ধরার সঙ্গে সঙ্গে নাসিরউদ্দিনের নেতাকর্মীরা চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। এ নিয়েই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমার সমর্থকরাও আহত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার বলেন, সংঘর্ষের কারণে তাৎক্ষণিক ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন স্থগিত করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়