প্রধান শিক্ষককে পিটুনি : আ.লীগ নেতাকে দল থেকে অব্যাহতি

আগের সংবাদ

ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় সভা : আমদানি স্বাভাবিক না থাকলে বাজার নিয়ন্ত্রণ কঠিন হবে

পরের সংবাদ

সেই ছোঁয়া

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গভীর রাতের শীত লাগে শিনশিন,
প্রেয়সীকে হারানোর ব্যথা চিনচিন।
লেপ-কাঁথা গায়ে তবু ওম কম কম,
প্রেয়সীর ছোঁয়া ছিল যেন চমচম!
প্রথম প্রেমের ছোঁয়া জ্বলে জ্বলজ্বল,
সেই স্মৃতি দেয় প্রীতি চোখ ছলছল।
জোনাকিরা ঝোপঝাড়ে জ্বলে টিপটিপ,
তার ছোঁয়া আজো মনে করে টিকটিক।
যার-তার ছোঁয়াতে কী লাগে সুখ সুখ?
সেই ছোঁয়া নেই বলে শীতে দুখ্ দুখ্!
প্রেয়সীর সেই প্রেম খুঁজি রোজ রোজ,
কোথায় হারালো প্রেম চলে আজো খোঁজ!
প্রেমোব্যথা শীত রাতে জ্বলে দাউ দাউ,
স্বপনে সে খেলা করে ঘুমে ফাউ ফাউ।
সেই ছোঁয়া পেতে মন চায় বারবার,
বিধির বিধানে আমি শীতে একাকার!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়