প্রধান শিক্ষককে পিটুনি : আ.লীগ নেতাকে দল থেকে অব্যাহতি

আগের সংবাদ

ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় সভা : আমদানি স্বাভাবিক না থাকলে বাজার নিয়ন্ত্রণ কঠিন হবে

পরের সংবাদ

শীত তুই চলে যা না

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

হাড়ভাঙা এই শীতে দিনে চাই রোদ্দুর,
সূর্যটা লুকিয়েছে জানি না তো কদ্দূর।
কুয়াশার পাখাটাকে করে রাখে বিস্তার,
হিম হিম বায়ু থেকে নেই কারো নিস্তার।

পৌষ আর মাঘে বেশি কেন এতো যুৎ তোর,
দয়ামায়াহীন, বুঝি নেই মেয়ে-পুত তোর?
ঠকঠক কাঁপাকাঁপি আহা কীযে কষ্টের!
ঘুম থেকে উঠা সুখ তুই পুরো নষ্টের।

তীর বেগে ছুটে এলে নড়ে দেহ-অন্তর,
থামাবো যে গতি তোর জানি না সে মন্তর।
তোর কাছে আছে বুঝি বরফের ভাণ্ডার,
অনুভূতি নেই তোর একদমই ঠাণ্ডার।

শীত ঢাকা পোশাকের যার নেই সম্বল,
তোকে ঠাঁই দেবে কোথা পাবে লেপ-কম্বল?
কী করুণ দশা তুই চেয়ে দেখ বস্তির,
যা যা শীত চলে যা না, ছোঁয়া পাই স্বস্তির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়