নিউমার্কেটে সংঘর্ষ : তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

আগের সংবাদ

নামমাত্র প্রস্তুতিতে পাঠদান : বই পায়নি অনেক শিক্ষার্থী > বই, সহায়িকা ছাড়াই শিক্ষকদের প্রশিক্ষণ > নোট-গাইড ছাপার তোড়জোড়

পরের সংবাদ

বিসিবি সভাপতি মাশরাফি নাকি সাকিব!

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মাশরাফি বিন মর্তুজা যেমন বাংলাদেশ জাতীয় দলের সর্বকালের সেরা অধিনায়ক তেমনি সাকিব আল হাসান শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সেরা অলরাউন্ডার। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে আলোচনায় এসেছেন তারা। জাতীয় দল থেকে কয়েক বছর আগেই অবসর নিয়েছেন মাশরাফি। যোগ দিয়েছেন রাজনীতিতে। ক্রিকেটের সঙ্গে তেমন যোগাযোগ না থাকলেও এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেটের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এবার বিসিবির সভাপতি পদে এই তারকাকে দেখতে চান তার বাবা গোলাম মর্তুজা। ১০ জানুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, ‘আমরা তো চাই যে মাশরাফি যেটা ভালো জানে, যেটা ভালো বোঝে সেটা নিয়ে কাজ করুক। বিসিবিতে কাজ করলে সে অনেক ভালো করতে পারবে, এটা আমি জোরালোভাবে বলতে পারি। ক্রিকেট নিয়ে কাজ করলে সে অনেক ভালো করতে পারবে, এটা তো আপনারাও বোঝেন।’
বিসিবির প্রেসিডেন্ট হিসেবে মাশরাফিকে চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো অবশ্যই চাইব। বিসিবিতে আসলে সে ক্রিকেট নিয়ে অনেক ভালো কাজ করতে পারবে। সে এতকিছু জানে, এতকিছু বোঝে যে সেটার বহিঃপ্রকাশ ঘটছে।’ অপরদিকে বিপিএলের নানা বিষয় নিয়ে সমালোচনা করেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। চলতি বিপিএলের চরম অব্যবস্থাপনার দরুন টুর্নামেন্ট শুরুর আগে এক সাক্ষাৎকারে সাকিব ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেয়া হয় বিপিএলের, আমার বেশি দিন লাগবে না। আমার ধারণা, সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে ম্যাক্সিমাম। দুই মাসও লাগবে না।’
সাকিবের এমন সাক্ষাৎকারের পর বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান শেখ সোহেল সাকিবকে সিইও হওয়ার আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘আমি সাকিবকে ধন্যবাদ জানাই। সে বিপিএলের সিইও হিসেবে আসতে চায়, যেটা সে তার দৃষ্টি থেকে বলেছে। আমরা গভর্নিং বডি থেকে তাকে আসার জন্য ওয়েলকাম জানাই। সে সামনের বছর থেকে এসে সিইওর দায়িত্ব পালন করুক। আমাদের বিপিএল পরিচালনা করতে সাহায্য করুক। আমরা ওকে এখন থেকেই স্বাগত জানাতে প্রস্তুত। এখন যেহেতু সে খেলছে, আমরা তাকে প্লেয়ার হিসেবেই দেখব। এখন তো সে খেলা ছেড়ে আসতে পারবে না। সে সামনের বছর চলে আসুক।’
এখন থেকে প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্র থেকে ডয়েচে ভেলের সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ফেসবুক লাইভে অংশ নিয়ে সাকিব আল হাসান বলেছিলেন, ‘আমি জানি যে আমিই হবো বিসিবির ইতিহাসের সেরা প্রেসিডেন্ট এবং এটা আমি খুব ভালোভাবেই বিশ্বাস করি যে আমার পক্ষে সেটা সম্ভব।’
সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হাসান পাপন। এক বছর পর অক্টোবরে সভাপতি পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন তিনি। পুনরায় ২০১৭ সালের নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় বোর্ড সভাপতি হন। ২০২১ সালের সেপ্টেম্বরে তার নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হয়। এরপর পরিচালনা পরিষদের নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ৫৭ ভোটের মধ্যে নাজমুল হাসান যৌথভাবে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে চতুর্থবারের মতো বিসিবির সভাপতি নির্বাচিত হন। আগামী ২০২৫ সাল পর্যন্ত বিসিবির দায়িত্বে থাকবেন তিনি। টানা চারবার সভাপতি থাকার কারণে রাজনীতির চেয়ে তিনি বিসিবি সভাপতি হিসেবেই বেশি নামডাক পান। ক্রিকেট বোর্ড কিংবা জাতীয় দলে তেমন কোনো উন্নতি না করতে পারার কারণে তাকে নিয়ে বিভিন্ন সময় সমালোচনা শুরু হয়। সাকিব কিংবা মাশরাফি বিসিবির সভাপতি হবেন এমন আলোচনা শোনা যাচ্ছিল বহুদিন ধরেই। তবে সাকিবের মন্তব্য এরপর মাশরাফির বাবার মন্তব্যও দাবি আরো জোরালো হয়। যে কারণে বাংলাদেশের সমর্থকরাও চান তাদের কেউ বিসিবির সভাপতির আসনে বসুক। যেহেতু পাপনের মেয়াদ আরো দুই বছর আছে তাই এখনি বলা যাচ্ছে না পরবর্তী মেয়াদে মাশরাফি নাকি সাকিব অথবা অন্য কেউ হবেন বিসিবি সভাপতি।
– আব্দুল্লাহ আল মুজাহিদ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়