ঢাকা-ওয়াশিংটন : রোহিঙ্গা, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

আগের সংবাদ

একাদশ শ্রেণিতে ভর্তি : শিক্ষার্থী পায়নি ২০০ প্রতিষ্ঠান

পরের সংবাদ

চন্দ্রবিন্দু

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আধখানা চাঁদে ছোট্ট বিন্দু, চন্দ্রবিন্দু সেতো
কখনো সে টক, কখনো মিষ্টি, আবার কখনো তেতো।
বাংলা বর্ণ ব্যঞ্জনে আছে চন্দ্রবিন্দু লেখা
ওড়িয়া, তেলেগু আর গুজরাটি সেখানেও পাবে দেখা।

পাঁচ লিখবে কি? দেখবে সে আছে, পঞ্চে পাবে না তাকে
দন্ততে নেই কিন্তু দাঁতের ভেতরে সহজে থাকে।
ভাঁড়ারে রয়েছে ভাণ্ডারে নেই, কণ্টকে পাও খুঁজে?
কাঁটা যদি লেখো ক এর উপরে দিতে পারো চোখ বুজে।

কাঁধের ওপরে থাকে সর্বদা দেখবে না আছে নিচে
ভীষণ গর্ব, বলে- ‘ঘুরি না তো আমি কারো পিছে পিছে।
আমি জাহাঁপনা, আমি জাহাঁবাজ, আমি আগুনের ধোঁয়া
আর সকলের মতো আমি নই, সহজে যাবে না ছোঁয়া।

আমাকে পাবে না কালো বা কৃষ্ণে, নেই শৃংখল শিকলে
নেই কর্দম অথবা কাদায় নেই অক্ষম, বিকলে।
তৎসম ছেড়ে মাথার ওপরে আছি আমি তদ্ভবে
একা হাঁটবে না চন্দ্রবিন্দু এইভাবে ঠিক রবে’।

আসল কথাটা জানো কি তোমরা? ওপরে থাকার কারণ?
একা চলে নাকো চন্দ্রবিন্দু, করেছে কে তাকে বারণ?
একাকী চলার শক্তি-সাহস কখনো ছিল না তার
অন্যের কাঁধে ভর করে বাঁচে, মানে না সে মুখে হার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়