জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি : ডা. এস এ মালেকের মৃত্যু অপূরণীয় ক্ষতি

আগের সংবাদ

পল্টন ছেড়ে গোলাপবাগে বিএনপি : বিকাল থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের অবস্থান, রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা

পরের সংবাদ

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ জেলেনস্কি

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : দেশের সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে এবং রাশিয়ার ধ্বংসাত্মক আক্রমণ প্রতিহত করার সাহস দেখিয়ে বিশ্বব্যাপী দারুণ প্রশংসিত ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবছর টাইম ম্যাগাজিনের ‘বর্ষ সেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হয়েছেন। বৈশ্বিক ঘটনাবলীর ওপর ব্যাপক প্রভাব ফেলা ব্যক্তি, গোষ্ঠী, বস্তু কিংবা কোনো পরিকল্পনাকে প্রতি বছর টাইম বর্ষসেরা ঘোষণা করে। গত বুধবার ২০২২ সালের সেরা ব্যক্তিত্বের নাম ঘোষণা করা হয়।
গত ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেইন আক্রমণ করে দেশটির ওপর বোমাবর্ষণ শুরু করে তখন আন্তর্জাতিক মহল থেকে জেলেনস্কিকে তার পরিবারসহ নিরাপদ করিডোর দিয়ে দেশত্যাগের প্রস্তাব দেয়া হয়েছিল।
কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেশের চরম বিপদে জনগণের পাশে থাকতে তিনি কিইভ থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি নিয়মিত দেশবাসীকে রুশ বাহিনীর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে নানা অনুপ্রেরণাদায়ী বক্তব্য ভিডিও করে আপলোড দেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশের নানা প্রান্তে ছুটে বেড়িয়ে যুদ্ধরত সেনাবাহিনী ও সাধারণ প্রতিরোধ যোদ্ধাদের সাহস যুগিয়ে আসছেন বলে টাইম ম্যাগাজিনে বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত মঙ্গলবার জেলেনস্কি পূর্ব ইউক্রেইনের যে অঞ্চলে যুদ্ধ চলছে সেখানকার খুব কাছে দেশটির একটি সেনাঘাঁটিতে যান এবং সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
৪৪ বছর বয়সের এই নেতাকে স্বীকৃতি দিয়ে টাইম ম্যাগাজিনে লেখা হয়, ‘যুদ্ধকালীন নেতা হিসাবে জেলেনস্কির সাফল্য এই সত্যেকে প্রমাণ করেছে যে সাহস সংক্রামক। রুশ আক্রমণের প্রথম দিনগুলোতে এটি ইউক্রেইনের রাজনৈতিক নেতাদের মধ্যে ছড়িয়ে পড়ে। তারা এটা অনুভব করেছিলেন, প্রেসিডেন্ট তাদের আশপাশেই আছেন।’
এর আগের বছর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক টাইম ‘পারসন অব দ্য ইয়ার’ হন।
২০২০ সালে ‘পারসন অফ দ্য ইয়ার’ হিসেবে যৌথভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বেছে নেয় সাময়িকীটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়