জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি : ডা. এস এ মালেকের মৃত্যু অপূরণীয় ক্ষতি

আগের সংবাদ

পল্টন ছেড়ে গোলাপবাগে বিএনপি : বিকাল থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের অবস্থান, রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা

পরের সংবাদ

এপিবিএনের অভিযান : টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী ২ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ হ্লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬-এপিবিএন)। গত বুধবার রাত ১১টার দিকে ক্যাম্পের ব্লক-১৪ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার নুরানীপাড়া এলাকার রবিউল হাসান ওরফে রুবিয়া ও মৌলভীপাড়া এলাকার দেলোয়ার হোসেন।
তারা উভয়েই স্থানীয় সন্ত্রাসী রুবেল গ্রুপের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে দুজন সন্ত্রাসীর সশস্ত্র অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এপিবিএন। এ সময় রবিউল হাসানকে তল্লাশি করে দেশীয় একটি ওয়ান শুটারগান ও দেলোয়ার হোসেনের কাছ থেকে একটি রামদা উদ্ধার করে তাদের গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়