দৈনিক বাংলার মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আগের সংবাদ

কক্সবাজারের জনসভায় প্রধানমন্ত্রী : আগামীতেও নৌকায় ভোট চাই

পরের সংবাদ

লাক্সারি সিটি ডেভেলপমেন্টে রূপায়ণ সিটি

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বৃহত্তর পরিসরে লাক্সারি সিটি ডেভেলপমেন্ট-এ প্রবেশ করল রূপায়ণ সিটি। ‘ব্রেক দ্যা স্কয়ার ফিট স্টোরির ধারাবাহিকতায় বাংলাদেশের রিয়েল এস্টেট-এ প্রথম সিটি ব্র্যান্ড ‘রূপায়ণ সিটি’। বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে প্রবেশের সময়কালে, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রূপায়ণ সিটি তার দ্বিতীয় সিটি নির্মাণ করতে যাচ্ছে। পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের পাশেই বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন এন ব্লকে নতুন এই আন্তর্জাতিক মানের লাক্সারি সিটি নির্মিত হবে।
গত ০৫ ডিসেম্বর রাজধানীর বনানীর হোটেল শেরাটনে রূপায়ণ সিটি এবং নর্থ সাউথ সোসাইটির মধ্যে এ যৌথ উদ্যোগে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন রূপায়ণ গ্রুপ-এর পক্ষে কোচেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও নর্থ সাউথ সোসাইটি-এর পক্ষে চেয়ারম্যান আনোয়ার হোসেন। রূপায়ণ সিটির নতুন এই লাক্সারি প্রকল্প সম্পর্কিত তথ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানের সিইও এম মাহবুবুর রহমান। নর্থ সাউথ সোসাইটির পক্ষে প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল হামিদ তার মতামত ব্যক্ত করেন। এছাড়াও বক্তব্য রাখেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসেন সেলিম, উপদেষ্টা ও কনসালট্যান্ট অধ্যাপক ড. এম. শামিম জেড বসুনিয়া, নর্থ সাউথ সোসাইটির চেয়ারম্যান মো. আনোয়ার হোসাইন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি. সবশেষে সবাইকে ধন্যবাদ দেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়