দৈনিক বাংলার মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আগের সংবাদ

কক্সবাজারের জনসভায় প্রধানমন্ত্রী : আগামীতেও নৌকায় ভোট চাই

পরের সংবাদ

মেঘনা ব্যাংক এবং একপের চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মেঘনা ব্যাংক লিমিটেড সম্প্রতি এটুআই প্রকল্পের কেন্দ্রীয় ই- পেমেন্ট সিস্টেম ‘একপের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে মেঘনা ব্যাংকের গ্রাহকরা ডিজিটাল অ্যাপ প্ল্যাটফরম এবং ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল এবং সরকারি ফি (ভূমি উন্নয়ন কর, নামজারি ফি, খতিয়ান ফি ইত্যাদি) পরিশোধ করতে পারবেন। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিআইও শ্যামল বি. দাশ এবং এটুআই প্রজেক্ট ডিরেক্টর (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর চুক্তিপত্র বিনিময় করেন।
এ সময় মেঘনা ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং কিমিয়া সাদাত, ব্যাংকের হেড অব পাবলিক সেক্টর, পিপিপি এন্ড ক্যাশ ম্যানেজমেন্ট মিসেস সুফিয়া আক্তার, ব্যাংকের হেড অব ডিএফএস এজেডএম ফয়েজ উল্লাহ চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়