দৈনিক বাংলার মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আগের সংবাদ

কক্সবাজারের জনসভায় প্রধানমন্ত্রী : আগামীতেও নৌকায় ভোট চাই

পরের সংবাদ

মার্কেন্টাইল ব্যাংকের সচেতনতামূলক সেমিনার সিলেটে

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সম্প্রতি লিড ব্যাংক হিসেবে সিলেটে আরটিজিএস-এর মাধ্যমে অটোমেটেড এফসি ক্লিয়ারিং সহজে নিষ্পন্ন করতে সচেতনতামূলক সেমিনার আয়োজন করে। নগরীর হোটেল মেট্্েরা ইন্টারন্যাশনালে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. মেজবাউল হক। মার্কেন্টাইল ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল, পিএইচডি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অটোমেটেড ক্লিয়ারিং নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের একই বিভাগের যুগ্ম পরিচালক মো. শাহিনুজ্জমান। মার্কেন্টাইল ব্যাংকের এফভিপি ও সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের প্রধান মো. আলমাস উদ্দিন আহমেদ আরটিজিএস বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়