দৈনিক বাংলার মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আগের সংবাদ

কক্সবাজারের জনসভায় প্রধানমন্ত্রী : আগামীতেও নৌকায় ভোট চাই

পরের সংবাদ

বিতর্কের জবাব দিলেন তিতে

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : কাতার বিশ্বকাপের নকআউট পর্বে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। এ ম্যাচে ছন্দময় ও নান্দনিক ফুটবলের পসরা মেলে ধরে সেলেসাওরা। শুধু জয় নয়, সুন্দর ফুটবল খেলে জয়- ঐতিহ্যগতভাবেই ব্রাজিলের কাছে সমর্থক ও ফুটবল বিশ্বের এ দাবি পুরোপুরি মেটান নেইমার-রিচার্লিসনরা। নিজেরাও মেতে ওঠেন উপভোগের আনন্দে। প্রতিটি গোলের পরই উদযাপনে দেখা যায় তাদের নাচের ছন্দ।
ম্যাচের আগে ব্রাজিলের ফুটবলাররা কথা দিয়েছিলেন, দুর্দান্ত ফুটবল খেলে কোচকে নাচতে বাধ্য করবেন তারা। চোখধাঁধানো স্কিল ও সৌন্দর্যের ঘোর লাগিয়ে যখন দলের তৃতীয় গোলটি করেন রিচার্লিসন, মাঠের উদযাপন শেষে তিনি ছুটে যান ডাগআউটের দিকে। সেখানে তাদের সঙ্গে নেচে ওঠেন তিতেও। এভাবে মেতে উঠতে তাকে আগে দেখা গেছে কমই। ৬১ বছর বয়সী কোচ পরে বলেন, ম্যাচের আগেই শিষ্যরা তাকে কথা দিয়েছিলেন যে দুর্দান্ত ফুটবল খেলে তারা তাকে নাচিয়ে ছাড়বেন। তিতের ভাষ্য, ‘ফুটবলারদের চরিত্র ও মানসিকতার সঙ্গে মানিয়ে নেয়া ও ধারণ করার চেষ্টা করি আমরা। এই ছেলেরা খুবই তরুণ। আমি চেষ্টা করি ওদের সঙ্গে একাত্ম হতে। ওই নাচ ছিল ওদের চরিত্রকে ধারণ করারই অংশ। নাচ ও রসিকতার প্রতি ভালোবাসা আছে তাদের ভেতর। তারা বলেছে আমাকেও নাকি নাচের কিছু ধরন শিখতে হবে। এ ব্যাপারে তারা খুবই কঠোর।’ তিতে আরো যোগ করেন, ‘আমি রিচার্লিসনকে জিজ্ঞেস করি, এটা কী নাচ? আমি বললাম, ‘তুমি যদি কর, তাহলে আমিও করব। বিভিন্ন লোকে বলবে এটা অসম্মানজনক। আমি জানি ক্যামেরা সব সময়ই থাকে এবং চাইনি এর ভুল ব্যাখ্যা হোক।’ একের পর এক গোলের পর ব্রাজিলিয়ানদের অমন নাচ ভালো লাগেনি আইরিশ গ্রেট রয় কিনের।
ইংল্যান্ডের আইটিভির আলোচনায় এই ম্যানচেস্টার ইউনাইটেড গ্রেট সমালোচনায় বিদ্ধ করেন তিতে-নেইমারদের।
তিনি বলেন, ‘প্রতিবার গোল দিয়ে এ রকম উদযাপন করাটা অপমানজনক। একটি গোলের পর এ রকম হলে মানা যায়, প্রতি গোলের পরই নয়। পরে তাদের ম্যানেজারও সেখানে শামিল হলেন। আমার এটা ভালো লাগেনি। লোকে বলে, এটা নাকি তাদের সংস্কৃতি। আমার তো মনে হয়, এটা প্রতিপক্ষকে অসম্মান করা।’
তবে ম্যাচের পর তিতে বলেন, তাদের এই উদযাপন কেবলই নিজেদের উচ্ছ¡াস ফুটিয়ে তোলার মাধ্যম। তার মতে, ‘নিজেদের সাফল্যের আনন্দ প্রকাশ করা ছাড়া এই উদযাপনের আর কোনো উদ্দেশ্য নেই। দলের জন্য আনন্দ, পারফরম্যান্সের খুশিই মিশে আছে এতে। প্রতিপক্ষের প্রতি বা প্রতিপক্ষ কোচ পাওলো বেন্তোর প্রতি অসম্মানের কোনো কিছু এতে নেই, বরং তাকে (বেন্তো) আমি অনেক সম্মান করি।’
ব্রাজিলের পরের চ্যালেঞ্জ সেমিফাইনালে ওঠার। সেই লড়াইয়ে আগামী শুক্রবার তারা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। এ ম্যাচ জিততে পারলে হেক্সা জয়ের মিশনে অনেকাংশে এগিয়ে যাবে নেইমাররা। কোরিয়ার বিপক্ষে জয়ের পর এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমরা অবশ্যই শিরোপার স্বপ্ন দেখছি। এটা চতুর্থ ম্যাচ ছিল, আর তিনটি বাকি। আমরা শিরোপা জয়ের জন্য খুবই মনোযোগী।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়