দৈনিক বাংলার মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আগের সংবাদ

কক্সবাজারের জনসভায় প্রধানমন্ত্রী : আগামীতেও নৌকায় ভোট চাই

পরের সংবাদ

তাহিরপুরে জলবায়ু ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সুনামগঞ্জ সংবাদদাতা : উপকূলীয় চর ও হাওর এলাকায় জলবায়ু ঝুঁকিপূর্ণ জনপদগুলোর ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধিকল্পে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের উপদেষ্টা ড. সামিয়া এ সেলিমের সভাপতিত্বে ও সাজেদা ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক হাসিবুল মান্নানের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা। বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ। বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মির্জা রিয়াদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর উপজেলা প্রকল্প ব্যবস্থাপক বিভুধান বিশ্বাস প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর থানার এসআই মোহাম্মদ শাহাদৎ হোসাইন, সাজেদা ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের এসোসিয়েট ডিরেক্টর তাজোয়ার হক, ফিল্ড অপারেশন ব্যবস্থাপক আব্দুল মান্নান, প্রকল্প কর্মকর্তা (রিপোর্টিং) তামান্না আলম লুবাবা, কর্মকর্তা (টেকনিক্যাল) শাহরাজ সুপ্রিয়, সুনামগঞ্জের টিম লিডার শারমিন সুলতানা যুথী, সুনামগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. মতিয়ার রহমান, তাহিরপুর শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমুখ। এছাড়া সভায় স্থানীয় ইউপি সদস্য, এনজিও প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়