দৈনিক বাংলার মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আগের সংবাদ

কক্সবাজারের জনসভায় প্রধানমন্ত্রী : আগামীতেও নৌকায় ভোট চাই

পরের সংবাদ

কোরিয়া কোচের পদত্যাগ

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ ফুটবল খেলে ২০১০ সালের পর নকআউট পর্বে জায়গা করে নেয় দক্ষিণ কোরিয়া। কিন্তু শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের সামনে দাঁড়াতেই পারেনি তারা। ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নেয় বিশ্ব মঞ্চ থেকে। এ ম্যাচে হারের পর দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ৫৩ বছর বয়সি পাওলো বেন্তো।
তবে কাতার বিশ্বকাপের কোনো ঘটনা তার পদত্যাগ করার পেছনে প্রভাব রাখেনি বলে স্পষ্ট জানান তিনি,‘এখন আমাকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। কিন্তু এটা নিশ্চিত দক্ষিণ কোরিয়া দলের সঙ্গে আমি আর থাকছি না। এখন আমার কিছুদিনের বিশ্রাম প্রয়োজন। এরপর ভেবে দেখব কী করা যায়। আমি আমার সিদ্ধান্তের কথা খেলোয়াড় ও ফেডারেশনের সভাপতিকে জানিয়ে দিয়েছি। সেপ্টেম্বরেই আমি এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছিলাম। এ ব্যপারে আমি অনড় ছিলাম এবং সেটা প্রকাশ করলাম। এই যাত্রায় আমাকে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এমন একটি দলের কোচ হিসেবে কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত।’
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে নিজ দেশ পর্তুগালের কোচ হিসেবে দায়িত্ব পালন করা বেন্তো বলেন,‘এই বিশ্বকাপে আমরা যা করেছি তা নিয়ে সবাই গর্বিত হবে বলেই আমার বিশ্বাস। গত চার বছর ধরে আমরা যে কঠোর পরিশ্রম করেছি তার ফল পেয়েছি।’
বাছাই পর্বে সন হেয়াং মিনের নেতৃত্বে কোরিয়ান দল ইরানের পর দ্বিতীয় স্থানে থেকে কাতারের টিকেট পেয়েছিল। পরাজয়ের মধ্য দিয়ে আরো একবার নকআউট পর্বে কোনো ম্যাচ না জিতেই দক্ষিণ কোরিয়ান বিদায় ঘটে। বেন্তো বলেন,‘আমি মনে করি গ্রুপ পর্বে আমরা দারুণ খেলেছি। ঘানাকে পরাজিত করতে পারলে আরো পয়েন্ট অর্জন করা সম্ভব হতো। কিন্তু তারপরও আমি গর্বিত। এ পর্যন্ত আমি যত দল নিয়ে কাজ করেছি এই দলটি তার মধ্যে অন্যতম সেরা দল।’
৫৩ বছর বয়সি এই পর্তুগিজ দক্ষিণ কোরিয়ার দায়িত্ব নেন ২০১৮ সালে। গত চার বছরে তার অধীনে ৫৭ ম্যাচে ৩৫ জয়, ১৩ ড্র ও ৯টিতে হারের মুখ দেখেছে দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপে গ্রুপ পর্বে তারা ড্র করে উরুগুয়ে বিপক্ষে। কিন্তুপরের ম্যাচে ঘানার বিপক্ষে ৩-২ গোলে হেরে যায়। সেই ম্যাচে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন বেন্তো।
তবে সবচেয়ে বড় চমক দেয় গ্রুপ পর্বের শেষ রাউন্ডে পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়ে।
এর আগে মেক্সিকো কোচের পদ থেকে সরে দাঁড়ান জেরার্ডো টাটা মার্টিনো। চারপাশের সমালোচনার কারণেই তিনি মেক্সিকান জাতীয় দলের দায়িত্ব চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত হয়েছেন। গত বছর খারাপ ফলাফলের কারণে তিনি ক্রমাগত আক্রমণ ও অনুরাগীদের সমালোচনার তীরে বিদ্ধ হয়েছিলেন। এমনকি তার যোগ্যতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। ২০২০ টোকিও অলিম্পিকে মেক্সিকো ব্রোঞ্জ জয় করেছিল। সেখানে তিনি মেক্সিকানদের কোচ ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়