রুশ নাগরিকত্ব পেলেন সেই স্নোডেন

আগের সংবাদ

দেশের অর্থনীতি নিয়ে গুজবে কান দেবেন না : প্রধানমন্ত্রী

পরের সংবাদ

প্রেমিক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আমার হৃৎপিণ্ডে যদি
মাংসের গন্ধ পাও,
তবে জেনে নিও
তুমি প্রেমিক হতে পারনি।
আমার হৃৎপিণ্ডে যদি
সদ্য ফোটা গোলাপের ঘ্রাণ পেতে,
যদি বৃষ্টি ভেজা মাটির ঘ্রাণ পেতে
তাহলে তুমি প্রেমিক হতে পারতে।
একটা গতিময় জীবনে
ভালোবাসতে জানতে হয় উপলব্ধি দিয়ে।
তুমি প্রেমিক হতে পারতে-
যদি আমার শরীরে জড়ানো শাড়িটাকে
শুধু একটা আবরণ না ভেবে
একটা নীল আকাশ ভাবতে।
তুমি প্রেমিক হতে পারতে-
আমার এলোমেলো চুলগুলোকে
শরীরের অবিচ্ছেদ্য অংশ না ভেবে
যদি বৈশাখের কালো মেঘ ভাবতে।
তুমি প্রেমিক হতে পারতে-
যদি বয়সের ভারে আমার শরীরের
ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া সৌন্দর্যকে
তুমি যৌবনের শেষ চিহ্ন না ভেবে
জীবনের পূর্ণতা ভেবে ভরা পূর্ণিমা ভাবতে।

অনুভবে মিশে থাকে অদম্য চাওয়া
শরীরে একদিন ভাঁজও পড়ে
ঘুণে ধরে জীবনের পরতে পরতে।
তবু মনটা শিশুর মতো কোমল থাকে,
আদর আর মায়ায় বাঁধে বাসা চিরতরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়