স্বাস্থ্যমন্ত্রী : বিদেশফেরত কর্মীদের এইচআইভি পরীক্ষা করতে হবে

আগের সংবাদ

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম : নিñিদ্র নিরাপত্তা, সাজসজ্জা ও প্রচারণা সম্পন্ন

পরের সংবাদ

মামুনুর রশীদের জয়যাত্রা

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন উপলক্ষে আগামী জানুয়ারি মাসে নাট্যোৎসবের আয়োজন করতে যাচ্ছে আরণ্যক নাট্যদল। এছাড়া চলতি সপ্তাহে বাংলা থিয়েটারের প্রযোজনায় ‘নীল দর্পণ’ নাটকটি মঞ্চে আসছে। এ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। এরই মধ্যে জানা গেল, বাংলা একাডেমি পরিচালিত ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২২’ পেতে যাচ্ছেন মামুনুর রশীদ। তার সাম্প্রতিক কর্মযজ্ঞ নিয়ে জানাচ্ছেন হেমন্ত প্রাচ্য

‘মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার’ পাচ্ছেন মামুনুর রশীদ
বাংলা একাডেমি পরিচালিত ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২২’ পেতে যাচ্ছেন মামুনুর রশীদ। বাংলা একাডেমি থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়া না হলেও মামুনুর রশীদকে ফোন করে জানানো হয়েছে। পুরস্কারপ্রাপ্তির খবরটি নিশ্চিত করে মামুনুর রশীদ বলেন, ‘যে কোনো পুরস্কার বা স্বীকৃতিই তো আনন্দের। এই খবরটিও আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। মমতাজউদদীন আহমদের সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক ছিল। তিনি আজ নেই। কিন্তু তিনি নিশ্চয় আমাকে আশীর্বাদ করছেন।’
বাংলা একাডেমির দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘পুরস্কার ঘোষণার পর সাধারণত যাকে পুরস্কারটি দেয়া হয়, তাকে ফোন করে সম্মতি নেয়া হয়। তিনি সেটি গ্রহণ করার সম্মতি দিলে বাংলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে সবাইকে জানায়। একাডেমি থেকে মামুনুর রশীদকে ফোন করে বলা হয়েছে। তবে এখনো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।’ আগামী ২৩ ডিসেম্বর ২০২২ একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম বার্ষিক সভায় পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে দেয়া করা হবে বলেও জানান ওই কর্মকর্তা। নাট্যকার মমতাজউদদীন আহমদের মৃত্যুর পর ২০২১ সালে এই পুরস্কার চালু করা হয়। বাংলা একাডেমি পুরস্কারটি পরিচালনা করার দায়িত্ব নেয়। প্রথমবার এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন ফেরদৌসী মজুমদার।

আরণ্যক নাট্যদলের ৫০ বছর
দেশের অন্যতম নাট্যদল আরণ্যক। নাট্যকার, অভিনেতা ও নাট্যপরিচালক মামুনুর রশীদ এই নাট্যদলের প্রতিষ্ঠাতা। ৫০ বছর আগে ১৯৭২ সালে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর জন্ম নেয় নাট্যদলটি। আরণ্যক পথচলা শুরু করেছিল মুনীর চৌধুরী রচিত ‘কবর’ নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে। এবার ৫০ বছর উদযাপন করতে যাচ্ছে আরণ্যক। নাট্যজন মামুনুর রশীদ বলেন, ‘আরণ্যকের ৫০ বছর উদযাপন বাংলাদেশের নাট্যচর্চায় একটি বড় ঘটনা। অসংখ্য মানুষের ভালোবাসায় আরণ্যক এই পথ হেঁটেছে। এবার ৫০ বছর উদযাপন করতে একটি নাট্যোৎসবের পরিকল্পনা করেছি। সেখানে আরণ্যক নাট্যদলের ৭টি নাটক মঞ্চস্থ হবে। এছাড়া সেমিনারসহ অন্যান্য আয়োজন থাকবে। জানুয়ারির শেষ দিকে উৎসবটি ঢাকায় হবে।’ আশীষ গোস্বামী সম্পাদিত আরণ্যক একটি দলের কথা বইয়ে মামুনুর রশীদ লিখেছেন, ‘১৯৭২ সালের ফেব্রুয়ারি থেকে আরণ্যকের পথচলা শুরু। কখনো লঘু, কখনো শুরু, কখনো শ্লথ, আবার সহসা দ্রুত পদচারণা হয়েছে এই দলটির। কলকাতায় নাট্যকর্মীদের সঙ্গে যোগাযোগ আমাতের স্বাধীনতার সমবয়সি। নানাজনের সঙ্গে নানা ধরনের সম্পর্ক।’

মঞ্চে আসছে ‘নীল দর্পণ’
১৮৭২ সালে সাধারণ রঙ্গালয়ে ‘নীল দর্পণ’ নাটকের প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলা থিয়েটার চর্চায় নতুন এক অধ্যায় সূচিত হয়। এর আগে নাটক মঞ্চস্থ হয়েছে কোনো মন্দিরে কিংবা জমিদার বাড়ির উঠোনে। সেখানে সাধারণ দর্শকের অংশগ্রহণের সুযোগ ছিল না। কিন্তু সাধারণ রঙ্গালয়ে ‘লীল দর্পণ’ মঞ্চস্থ হওয়ার মধ্য দিয়ে সাধারণ দর্শকের অংশগ্রহণও সূচিত হলো। ১৮৭২ সালের ৭ ডিসেম্বর কলকাতায় প্রথম সাধারণ দর্শকের জন্য মঞ্চস্থ হয় ‘নীল দর্পণ’। এবার সাধারণ রঙ্গালয়ের সার্ধশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা ও কলকাতা নাট্যোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। কলকাতায় ৭ ডিসেম্বর থেকে এবং ঢাকায় ১৭ ডিসেম্বর থেকে এই নাট্যোৎসব হবে। মামুনুর রশীদের নির্দেশনায় এই উৎসবে মঞ্চস্থ হবে ‘নীল দর্পণ’ নাটকটি। বাংলা থিয়েটারের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করতে যাচ্ছেন মামুনুর রশীদ, ফয়েজ জহির, শুভাশীষ ভৌমিক, আহাম্মেদ গিয়াস, শামীমা শওকত লাভলী, শাহনাজ খুশি, সুষমা সরকার, লায়লা বিলকিস ছবি, সঙ্গীতা চৌধুরী, হাশিম মাসুদ, সাঈদ সুমন, খালিদ হাসান রুমি, সুজাত শিমুল, রিয়া চৌধুরী, তাসমী চৌধুরী, শাহরান, তাজউদ্দীন তাজু ও উচ্ছ¡াস ঘোষ। আলোক পরিকল্পনা করেছে ঠাণ্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনা করেছে ফয়েজ জহির, সংগীত পরিকল্পনা করেছেন পরিমল মজুমদার, মঞ্চ ব্যবস্থাপক সুজাত শিমুল, সহকারী নির্দেশক শামীমা শওকত লাভলী ও পোশাক পরিকল্পনা করেছেন সামিউন জাহান দোলা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়