স্বাস্থ্যমন্ত্রী : বিদেশফেরত কর্মীদের এইচআইভি পরীক্ষা করতে হবে

আগের সংবাদ

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম : নিñিদ্র নিরাপত্তা, সাজসজ্জা ও প্রচারণা সম্পন্ন

পরের সংবাদ

প্রথম বেতন কত!

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সম্প্রতি নিজের ব্লগে এক অনুরাগীর একটি পুরনো টুইট শেয়ার করেন মেগা স্টার অমিতাভ বচ্চন । ওই টুইট থেকে তার প্রথম পাওয়া বেতনের পরিসংখ্যানও জানা গেছে। প্রথম চাকরি প্রত্যেকের জীবনেই একটা আলাদা স্থান দখল করে থাকে, অমিতাভের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। অমিতাভের জীবনে ৩০ নভেম্বর, এই দিনটার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তার সঙ্গে যোগ রয়েছে কলকাতার তথা বাংলার। ১৯৬৮ সালে এই দিনেই কলকাতার তার চাকরি জীবনে দাড়ি টেনেছিলেন হরিবংশ রাই বচ্চনের পুত্রটি। বলি বচ্চনের শেয়ার করা বলছে, ‘কলকাতায় ব্ল্যাকার্স কোম্পানিতে অমিতাভ বচ্চনের কর্মজীবনের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর ১৯৬৮। বেতন ১,৬৪০ টাকা। এখনো সেই ফাইল সংরক্ষণ করা আছে।’ প্রসঙ্গত, টুইটটি ২০১৫ সালের। প্রথম চাকরি প্রত্যেকের জীবনেই একটা আলাদা স্থান দখল করে থাকে অমিতাভের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বুধবার নিজের চাকরি জীবন এবং সেই সঙ্গে কলকাতায় কাটানো দিনগুলোর নস্টালজিয়ায় ভাসলেন অমিতাভ। তিনি লেখেন, ‘তখন দশ ফুট চওড়া ঘরে আমরা ৮ জন একসঙ্গে থাকতাম।’ তিনি আরো লিখেছেন, ‘সে সব দিন ছিল বটে। অফিসের পর বন্ধুদের সঙ্গে জনপ্রিয় রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে থাকতাম। আর ভাবতাম কোনো দিন হয়তো ভিতরে প্রবেশের জন্য টাকা উপার্জন করেত পারব।’ তার পরে দাররক্ষককে অনুরোধ করেও কখনো কখনো ভিতরে ঢোকার চেষ্টা করতেন অমিতাভ ও তার বন্ধুরা। এখানেই থেমে না গিয়ে অমিতাভ জানিয়েছেন, যে এখনো কলকাতায় এলে পুরনো বন্ধুদের সঙ্গে তার দেখা হয়। এমনকি রাতের অন্ধকারে ফেলে আসা শহরের সেই পরিচিত জায়গাগুলোও সময় করে ঘুরে দেখেন বলিউড শাহেনশাহ। অমিতাভ লিখেছেন, ‘কেউ কেউ হারিয়ে গিয়েছেন, আবার কোনো বন্ধু রয়ে গিয়েছেন। কিন্তু তাদের ভালোবাসা এখনো আমার সঙ্গে রয়ে গিয়েছে।’

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়