স্থায়ী কমিটি : স্টেডিয়ামে নারীদের খেলার পরিবেশ নিশ্চিতের সুপারিশ

আগের সংবাদ

দফায় দফায় বাড়ছে ওষুধের দাম : দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ক্যাবের, দাম বাড়লে সাধারণ মানুষ রোগে ভুগে মারা যাবে

পরের সংবাদ

১০ কোটি টাকা আত্মসাৎ : বিকল্পধারা মহাসচিব মান্নানসহ ১২ জনের নামে দুদকের মামলা

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (বিআইএফসি) থেকে পৌনে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের জেলা সমন্বিত কার্যালয়, ঢাকা-১ এ সংস্থাটির উপপরিচালক আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার অন্য আসামিরা হলেন- বিআইএফসির পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এন এম জাহাঙ্গীর আলম, রইস উদ্দিন আহমেদ, এ কে এম মহিউদ্দিন আহমেদ, রোকেয়া ফেরদৌস (স্বতন্ত্র পরিচালক), সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ মালিক, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি এন্ড ইউনিট হেড আহমেদ করিম চৌধুরী, সাবেক সিনিয়র অফিসার (বিজনেস) মোহাম্মদ নিজাম উদ্দিন ও মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের মালিক রিজিয়া সুলতানা।
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজসে একে অন্যের সহায়তায় প্রতারণামূলকভাবে মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের রিজিয়া সুলতানার নামে বাংলাদশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স করপোরেশনের ঋণ চুক্তির মাধ্যমে ৯ কোটি ৭৭ লাখ ৯৪ হাজার ৮৯২ টাকা আত্মসাৎ করেছেন। এজাহারে ঋণ মঞ্জুর এবং বিতরণ দেখিয়ে ওই টাকা স্থানান্তর ও রূপান্তরের অভিযোগ আনা হয়েছে। আসামিদের দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা, ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে নভেম্বরের মাঝামাঝিতে বিআইএফসি থেকে প্রায় ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেজর (অব.) আবদুল মান্নানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া আগেও মেজর (অব.) আব্দুল মান্নানের বিরুদ্ধে দুদকের দায়ের হওয়া দুই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। মামলাগুলোতে ১৪ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা ও ২৮ কোটি ৮৪ লাখ ৩৫ হাজার ২৯৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়