অভিনেত্রী শিমু হত্যা মামলায় স্বামীসহ দুজনের বিচার শুরু

আগের সংবাদ

বাস্তবায়ন থমকে, শান্তি অধরা : শান্তিচুক্তির ২৫ বছর, সংঘাতে অশান্ত পাহাড়, বাড়ছে নতুন নতুন সশস্ত্র সংগঠন

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সমন্বয় সভা
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : চিতলমারীতে উপজেলা প্রশাসন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির (সেল্প) আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধবিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও যুব প্রতিনিধিদের নিয়ে কর্মকৌশল নির্ধারণবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধকল্পে নারীর ক্ষমতায়ন, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আইনি অধিকার নিশ্চিতকরণ, আইন বাস্তবায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব মো. বাবুল হোসেন খান, ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান প্রমুখ।

কৃষি ঋণ বিতরণ
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার বেঙ্গা বাজারে প্রকাশ্যে ৫০ জন কৃষকের মধ্যে কৃষি ঋণ বিতরণ করেছে অগ্রণী ব্যাংক। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলার সব শাখার সমন্বয়ে এ ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক লিমিটেড ঝিনাইদহ অঞ্চলের উপমহাব্যবস্থাপক মানস কুমার পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল- হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকিরসহ জেলার ৯টি শাখা ব্যবস্থাপক। সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক ইছাখাদা শাখার ব্যবস্থাপক অভিক মজুমদার।

যুগপূর্তি উদযাপন
মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ও এর অন্তর্ভুক্ত বিভাগসমূহের ১ যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের সামনে থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কেক কাটা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ধনেশ্বর চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি দপ্তর আয়োজনে এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বরমান হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. রোস্তম আলী, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. মো. নিয়ায কাযমীর রহমান।

প্রস্তুতি সভা
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আগৈলঝাড়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় উপস্থতি ছিলেন উপজেলা ভাইস চেয়্যারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম সরদার, গৈলা ইউপি চেয়্যারম্যান মো. শফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সমবায় অফিসার মো. কামরুল ইসলাম, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, উপজেলা জনস্বাস্থ্য পৌকশালী মো. ইমরান হোসেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়