অভিনেত্রী শিমু হত্যা মামলায় স্বামীসহ দুজনের বিচার শুরু

আগের সংবাদ

বাস্তবায়ন থমকে, শান্তি অধরা : শান্তিচুক্তির ২৫ বছর, সংঘাতে অশান্ত পাহাড়, বাড়ছে নতুন নতুন সশস্ত্র সংগঠন

পরের সংবাদ

রবিনার জঙ্গল সাফারি নিয়ে বিতর্ক

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : বাঘ দেখতে গিয়ে বিপাকে বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন। সাতপুরা অভয়ারণ্যে সাফারিতে গিয়ে নিয়ম না মেনে বেশি ভেতরে চলে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে তদন্ত করার কথা জানিয়েছেন ওই বাঘ সংরক্ষণ প্রকল্পের কর্মকর্তারা। মধ্যপ্রদেশের সাতপুরা টাইগার রিজার্ভ থেকে অভিনেত্রীর একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছিলেন রবিনা। যাতে দেখা গিয়েছিল, সাতপুরার ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ভেতরে হুডখোলা জিপে ঘুরছেন নায়িকা। সামনে বাঘ দেখেই ছবি তুলতে থাকেন রবিনা। আর এতেই অভিনেত্রীর ওপর আইন ভাঙার অভিযোগ উঠেছে। জানা গেছে এটা নিয়ে তদন্তও হতে পারে। বিষয়টা চোখ এড়ায়নি মধ্যপ্রদেশ প্রশাসনেরও। ওই অঞ্চলের সাব-ডিভিশনাল অফিসার ধীরজ সিংহ জানিয়েছেন, ২২ নভেম্বর মধ্যপ্রদেশের এই অভয়ারণ্যে ঘুরতে এসেছিলেন বলি অভিনেত্রী রবিনা। তবে তার গাড়ি কীভাবে জঙ্গলের অত গভীরে গেল আর বাঘের কাছাকাছি পৌঁছাল তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির চালক ও সঙ্গে থাকা কর্তব্যরত অফিসারকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে প্রশ্নের মুখে পড়তে পারেন রবিনা নিজেও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়