মৃত্যুবার্ষিকী আজ : সাবেক মেয়র হানিফ স্মরণে নানা কর্মসূচি

আগের সংবাদ

সমাবেশ ঘিরে দুপক্ষের হুঙ্কার : বিএনপি নেতাদের বক্তৃতায় প্রচ্ছন্ন হুমকি > ছাড় না দেয়ার ঘোষণা আওয়ামী লীগ নেতাদের

পরের সংবাদ

রেকর্ড জিপিএ ৫ : পাসের হারে তলানিতে সিলেট বোর্ড

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জাহিদুল ইসলাম, সিলেট ব্যুরো : সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫৬৫ জন। আগের বছরের চেয়ে এবার ২ হাজার ৩৭১টি বেশি। তারপরও পাসের হার ১৮ শতাংশ কমে হয়েছে ৭৮ দশমিক ৮২ শতাংশ, যা দেশের শিক্ষাবোর্ডগুলোর মধ্যে সর্বনি¤œ। ফল বিপর্যয়ের কারণ হিসেবে সিলেট অঞ্চলে হয়ে যাওয়া ভয়াবহ বন্যাকে দুষছেন সংশ্লিষ্টরা। গতকাল সোমবার দুপুরে সিলেট শিক্ষাবোর্ড মিলনায়তনে এসএসসি ২০২২ এর ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল। ওই সময় বোর্ডের সচিব কবির হোসেন উপস্থিত ছিলেন।
গত বছর সিলেট শিক্ষাবোর্ডে মোট জিপিএ ৫ পেয়েছিল ৪ হাজার ৮৩৪ শিক্ষার্থী। এ বছর তা বেড়ে হয়েছে ৭ হাজার ৫৬৫। গত বছর পাসের হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ থাকলেও এবার তা কমে হয়েছে ৭৮ দশমিক ৮২ শতাংশ। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল বলেন, এবার পরীক্ষার আগে সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যা ছিল। বন্যায় অনেকে বই হারিয়েছে, প্রস্তুতি নিতে পারেনি। বন্যার কারণে পরীক্ষাও পিছিয়েছিল। এ কারণেই পাসের হার এবার কম হয়েছে। এছাড়া আগের বছরের সংক্ষিপ্ত সিলেবাসে কেবল তিনটি বিষয়ে পরীক্ষা হয়েছে। এবার গণিত ও ইংরেজি বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। তাই পাসের হার কমেছে। ভয়াবহ বন্যার পরও এমন ফলে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, সিলেট বোর্ডে ইংরেজিতে পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ, গণিতে ৮৯ দশমিক ৮৮ শতাংশ।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, মোট ১ লাখ ১৬ হাজার ৪৯০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও ১ লাখ ১৫ হাজার ৩৯১ জন পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাস করেছে ৯০ হাজার ৮৪৮ জন। এর মধ্যে ৪৯ হাজার ৮৭ ছাত্র ও ৬৬ হাজার ৩০৪ ছাত্রী পাস করেছে। ছেলে ও মেয়েদের পাসের হার যথাক্রমে ৭৮ দশমিক ৭১ শতাংশ ও ৭৮ দশমিক ৯ শতাংশ। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলের থেকে মেয়েরা অনেকটাই এগিয়ে, ছেলেদের ৩ হাজার ২৫৪ জন জিপিএ-৫ পেয়েছে, আর মেয়েদের ক্ষেত্রে এ সংখ্যা ৪ হাজার ৩১১।
অধ্যাপক অরুণ চন্দ্র পাল বলেন, সিলেট বোর্ডের অধীনে ৯৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ১৫০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৭টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা শূন্য। মানবিক বিভাগের শিক্ষার্থী বেশি হওয়ায় পাসের হার কমেছে জানিয়ে অরুণ চন্দ্র পাল বলেন, দেশের অন্যান্য বোর্ডে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী বেশি থাকে, কিন্তু সিলেটে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী যেখানে ২৩ হাজার ৩১৮ জন, সেখানে মানবিক বিভাগের শিক্ষার্থী ৮৪ হাজার ২৭৩ জন। পাসের হারেও মানবিক বিভাগ অনেক পিছিয়ে। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৫৭ শতাংশ। অন্যদিকে মানবিকে পাসের হার ৭৩ দশমিক ৮০ শতাংশ। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৩৬ শতাংশ।
এদিকে সিলেট শিক্ষা বোর্ডের অধীন চার জেলার মধ্যে সবচেয়ে ভালো করেছে সিলেটের শিক্ষার্থীরা। এ জেলায় পাসের হার ৮১ দশমিক ৯৫ শতাংশ। এছাড়া সুনামগঞ্জে ৭৯ দশমিক ৯৫ শতাংশ, হবিগঞ্জে ৭৭ দশমিক ৮৬ শতাংশ ও মৌলভীবাজারে ৭৩ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

জিপিএ-৫ এর ক্ষেত্রেও সর্বোচ্চ সিলেট জেলার ৩ হাজার ৫৯৮ জন। তারপর রয়েছে মৌলভীবাজার। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী। এছাড়াও যথাক্রমে হবিগঞ্জ ১ হাজার ৩৪৩ জন ও সুনামগঞ্জে ৯৬৮ জন জিপিএ-৫ পেয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়