মৃত্যুবার্ষিকী আজ : সাবেক মেয়র হানিফ স্মরণে নানা কর্মসূচি

আগের সংবাদ

সমাবেশ ঘিরে দুপক্ষের হুঙ্কার : বিএনপি নেতাদের বক্তৃতায় প্রচ্ছন্ন হুমকি > ছাড় না দেয়ার ঘোষণা আওয়ামী লীগ নেতাদের

পরের সংবাদ

বরিশাল বোর্ডে শীর্ষে ভোলা

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৯, ২০২২ , ১২:১৭ পূর্বাহ্ণ

এম কে রানা, বরিশাল থেকে : বরিশাল বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১০ হাজার ৬৮ জন। গতকাল সোমবার বেলা দেড়টায় ফলাফলের পরিসংখ্যান তুলে ধরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, এ বছর বরিশাল বোর্ড থেকে অংশ নেয় ৯৪ হাজার ৮৭১ জন। পাস করেছে ৮৫ হাজার ১৪ জন, যার মধ্যে ছাত্র ৪০ হাজার ৪৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৫৭৯ জন। বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে ভোলা জেলা। এদিকে প্রতিবারের মতো এবারো এ শিক্ষা বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ প্রাপ্তিতে এগিয়ে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ১৯ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার কমেছে দশমিক ৫৮ শতাংশ। এছাড়া জিপিএ ৫ কমেছে ১৫১টি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়