মৃত্যুবার্ষিকী আজ : সাবেক মেয়র হানিফ স্মরণে নানা কর্মসূচি

আগের সংবাদ

সমাবেশ ঘিরে দুপক্ষের হুঙ্কার : বিএনপি নেতাদের বক্তৃতায় প্রচ্ছন্ন হুমকি > ছাড় না দেয়ার ঘোষণা আওয়ামী লীগ নেতাদের

পরের সংবাদ

পাকিস্তান সেনাবাহিনী : বাজওয়ার পরিবারের বিপুল সম্পদের তথ্য ‘নির্লজ্জ মিথ্যাচার’

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও তার পরিবারের বিপুল সম্পদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নাকচ করে দিয়েছে দেশটির সামরিক বাহিনী। এ সম্পর্কিত সংবাদ ‘সম্পূর্ণ অসত্য এবং নির্লজ্জ মিথ্যাচারের’ ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে বলেও মন্তব্য করেছে বাহিনীর গণমাধ্যম শাখা। খবর জিও নিউজের
গত রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, ‘সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও তার পরিবারের সম্পদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। এসব বিভ্রান্তিকর পরিসংখ্যান অতিরঞ্জিত এবং কল্পনাপ্রসূত।’
বিবৃতিতে বলা হয়, একটি বিশেষ গোষ্ঠী খুবই ‘চতুরতা ও অসততার সঙ্গে’ জেনারেল বাজওয়ার বেয়াই ও তার পরিবারের সম্পদকে সেনাপ্রধান ও তার পরিবারের সম্পদ হিসেবে দেখিয়েছে।
আইএসপিআর বলেছে, ‘সেনাপ্রধান হিসেবে বাজওয়ার ছয় বছর দায়িত্ব পালনকালে তার পরিবার এসব সম্পদ গড়েছে বলে একটি ভুল ধারণার সৃষ্টি করা হয়েছে। এটা সম্পূর্ণ অসত্য, যা নির্লজ্জ মিথ্যাচার ও কুৎসার ওপর ভিত্তি করে প্রচার করা হয়েছে।’

সেনাপ্রধান, তার স্ত্রী ও পরিবারের সম্পদের তথ্য কেন্দ্রীয় রাজস্ব বোর্ডে (এফবিআর) দেয়া আছে বলে জানিয়েছে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা। বিবৃতিতে বলা হয়, ‘সেনাপ্রধান ও তার পরিবার নিয়মিত ট্যাক্স রিটার্ন জমা দেয়। প্রত্যেক নাগরিকের মতো সেনাপ্রধান ও তার পরিবারও তাদের সম্পদের জন্য কর কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধ।’
গত সপ্তাহের শুরুর দিকে কথিত ট্যাক্স রিটার্ন ও সম্পদের তথ্যের বরাত দিয়ে নিউজ ওয়েবসাইট ফ্যাক্টফোকাসের প্রতিবেদনে দাবি করা হয়, সেনাপ্রধান জেনারেল বাজওয়ার পরিবার গত ছয় বছরে কয়েকশ কোটি রুপির সম্পদ গড়ে তুলেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়