নাইক্ষ্যংছড়ি : ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা

আগের সংবাদ

তিন কারণে ভালো ফলাফল : সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নপত্রে সুবিধা ও সাবজেক্ট ম্যাপিংয়ের প্রভাবে পাসের হার বেড়েছে এসএসসি ও সমমান পরীক্ষায়

পরের সংবাদ

সময়

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সময় যেন রেসের ঘোড়া ছুটতে শুধুই জানে,
যতই তাকে থামতে বলো শুনবে না সে কানে।
এক গতিতে চলতে থাকে কাল থেকে সে কালে,
যুগের পরে যুগ পেরোলেও ছেদ পড়ে না তালে।

তার কাছে নেই কোনই বিভেদ আপন এবং পরে,
সাধ্যটা নেই তেমন কারো আটকে রাখে ঘরে।
শিকল দিয়ে বেঁধে যে তার পথটা দেবে রুখে,
তেমন সাহস বিশ্ব মাঝে কারোরই নেই বুকে।

ঘণ্টা-ঘড়ির কাঁটায় মানুষ সময়টাকে মাপে,
অবলীলায় নীরবে সে এগিয়ে চলে ধাপে।
সময়কে কেউ বলে কঠিন, কেউবা বলে বাজে,
সদ্ব্যবহার করে তারা লাগায় না তা কাজে।

সোঁতের বেগে চলে সময় একটুও নয় ধীরে,
সামনে শুধু যেতেই জানে, তাকায় না সে ফিরে।
কর্মবিহীন অলস সময় বসে যাদের কাটে,
সুখের তরী কমই ভিড়ে তাদের নিজের ঘাটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়