মোজাম্মেল-প্রণয় সাক্ষাৎ : কলকাতার থিয়েটার রোডের সেই বাড়িটি চেয়েছে বাংলাদেশ

আগের সংবাদ

কাদের সঙ্গে ডায়লগ করব? মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রশ্ন

পরের সংবাদ

ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন সিনেমার দুনিয়ায় কাটিয়েছেন ৫০ বছরের ওপরে। সম্প্রতি এ অভিনেতার নাম-স্থিরচিত্র-কণ্ঠস্বর বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না বলে আদেশ দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি নবীন চাওয়া। জানা যায়, অমিতাভ বচ্চন একজন সুপরিচিত ব্যক্তি, বহু বিজ্ঞাপনে তার মুখ ব্যবহার করা হয়েছে। কিন্তু সবগুলোই যে তার অনুমতি নিয়ে করা হয়েছে তা নয়। এজন্য ক্ষুব্ধ হয়ে তিনি কিছু দিন আগে দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে গতকাল এ বিষয়ে আদালত অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন। এ প্রসঙ্গে বিচারপতি বলেন, ‘বাদির অপূরণীয় ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমনকি কোনো কোনো কার্যকলাপে অমিতাভের সম্মানহানিও হতে পারে। এসব বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়