মোজাম্মেল-প্রণয় সাক্ষাৎ : কলকাতার থিয়েটার রোডের সেই বাড়িটি চেয়েছে বাংলাদেশ

আগের সংবাদ

কাদের সঙ্গে ডায়লগ করব? মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রশ্ন

পরের সংবাদ

ফরিদপুরে ডিজিটাল মেলা শুরু

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ফরিদপুর শহর প্রতিনিধি : ফরিদপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. তাসলিমা আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০০৮ সালে ডিজিটালাইজেশনের যাত্রা শুরু হয়। অল্প সময়ের ব্যবধানেই অভূতপূর্ব সাফল্য এসেছে।
দেশে আট হাজার ৮০টি ডিজিটাল সেন্টার স্থাপনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে। মেলার মাধ্যমে প্রযুক্তি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে।
মেলায় ৫০ স্টলে সরকারের বিভিন্ন দপ্তরের সেবার চিত্র তুলে ধরা হচ্ছে। আজ শনিবার মেলা শেষ হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়