মোজাম্মেল-প্রণয় সাক্ষাৎ : কলকাতার থিয়েটার রোডের সেই বাড়িটি চেয়েছে বাংলাদেশ

আগের সংবাদ

কাদের সঙ্গে ডায়লগ করব? মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রশ্ন

পরের সংবাদ

ধামইরহাটে রাসেল ক্লাবে অগ্নিসংযোগ ও মারপিট আটক ৪

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাট উপজেলার টিএন্ডটি মোড়ে শেখ রাসেল শিশু কিশোর ক্লাবে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত বিএনপির ৪ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, টিএনটি মোড়ে রাসেল ক্লাবে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ২৫/১৬ জনের একদল মুখোশধারী জয় বাংলা স্লোগান দিয়ে রাসেল ক্লাবে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও মারপিট করে। তাদের উদ্ধারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এতে ওই ক্লাবের ২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আহতরা হলেন- উদয়শ্রী মিঠুন চক্রবতী ও বীরগ্রামের রশিদুল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং রাসেল ক্লাবটি সিলগালা করে দেয়। ক্লাবের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করা হলে এজাহার নামীয় ১৩ জন ও অজ্ঞাত আরো ২৫ জনের নামে মামলা করা হয়। পুলিশ রাতেই বিএনপির ৪ জনকে আটক করে। আটককৃতরা হলেন- পৌরসভার মঙ্গলকোঠা ইউনুছের ছেলে হাবিবুর, চকযদু গ্রামের আছির উদ্দীনের ছেলে আশরাফুল, চকচণ্ডি গ্রামের হান্নানের ছেলে আব্দুল মতিন, আমাইতাড়া গ্রামের আবু কালাম আজাদের ছেলে ওমর ফারুক। তাদের গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোজাম্মেল হক কাজী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়