মোজাম্মেল-প্রণয় সাক্ষাৎ : কলকাতার থিয়েটার রোডের সেই বাড়িটি চেয়েছে বাংলাদেশ

আগের সংবাদ

কাদের সঙ্গে ডায়লগ করব? মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রশ্ন

পরের সংবাদ

অজানা শোবিজ : মৃত্যুর কারণ অতিরিক্ত পানি পান!

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

১৯৭৩ সালের ২০ জুলাই হঠাৎ করেই তরুণ অভিনেতা এবং মার্শাল আর্ট শিল্পী ব্রুসলির মৃত্যুর খবরে সারা বিশ্বে শোক ছড়িয়ে পড়ে। ব্রুসলির মৃত্যুর ৫০ বছর পেরিয়ে গেছে। এতদিন পর মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন গবেষকরা। ধারণা করা হচ্ছে অতিরিক্ত পানি পানের ফলেই মৃত্যু হয়েছে ব্রুসলির।
স্পেনের এক দল কিডনি স্পেশালিস্টের করা এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। গবেষণাটি প্রকাশ পেয়েছে ক্লিনিক্যাল কিডনি জার্নালের ডিসেম্বর ইস্যুতে।
৩২ বছর বয়সে মারা গেছেন ব্রুসলি। গবেষণায় বলা হয়েছে, ‘হাইপোনাট্রাইমিয়া’তে মৃত্যু হয়েছে ব্রুসলির। ‘হাইপোনাট্রাইমিয়া’ হলো কারো রক্তে সোডিয়ামের মাত্রা অতিরিক্ত কম থাকা। এর পেছনে অন্যতম কারণ হতে পারে ‘অতিরিক্ত তরল পান’।
ব্রুসলির মারিজুয়ানায় আসক্তি ছিল। মারিজুয়ানার কারণে মাত্রাতিরিক্ত তৃষ্ণা তৈরি হয়। সেই তৃষ্ণার থেকেই অতিরিক্ত পানি পান করার সম্ভাবনা বেড়ে যায়। প্রয়োজনের অতিরিক্ত পানি পান করলে কিডনি কার্যক্ষমতা হারায়। সঙ্গে মদ্যপানের অভ্যাসও ছিল ব্রুসলির, এর কারণেও বিভিন্ন অঙ্গের অবস্থা ছিল নাজুক। এছাড়া ব্রুসলি ব্যথা ও দুশ্চিন্তা কমানোর ওষুধও খেতেন।
গবেষণায় আরও বলা হয়েছে, ‘আমরা মনে করছি ব্রুসলির মৃত্যু হয়েছে কিডনির কার্যক্ষমতা হারানোর কারণে। যা ঘটেছে অতিরিক্ত পানি পান করার ফলে হাইপোনাট্রাইমিয়া হয়ে। অতিরিক্ত পানি পানের কয়েক ঘণ্টার মধ্যে এই ধরনের মৃত্যু ঘটতে পারে।
এমনকি যে কোনো কম বয়সি সুস্থ মানুষের ক্ষেত্রেও ঘটতে পারে এমনটা।’

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়