এইচএসসির বিতর্কিত প্রশ্ন, প্রণেতারা শাস্তি পেলেন : আর কোনো পাবলিক পরীক্ষার দায়িত্ব নয়

আগের সংবাদ

স্বাচিপের পঞ্চম সম্মেলনে প্রধানমন্ত্রী : চাই রাজনৈতিক স্থিতিশীলতা

পরের সংবাদ

চুয়াডাঙ্গায় সাইকেল বিতরণ ও আলোচনা সভা

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা বাইসাইকেল ও অসমাপ্ত আত্মজীবনী নামক বই পেয়ে খুশি। গত বুধবার দুপুরে চুয়াডাঙ্গা তিতুদহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।
সাইকেল বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলি আজগর টগর। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান টিপু প্রমুখ।
দুটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গার দর্শনা তিতুদহ মাধ্যমিক বিদ্যালয় ও গ্রীসনগর মাধ্যমিক বিদ্যালয়ের ২৯ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য সাইকেল প্রদান করা হয়। শেখ মুজিবুর রহমানের ওপর লেখা অসমাপ্ত আত্মজীবনী নামের বই উপহার দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়