এইচএসসির বিতর্কিত প্রশ্ন, প্রণেতারা শাস্তি পেলেন : আর কোনো পাবলিক পরীক্ষার দায়িত্ব নয়

আগের সংবাদ

স্বাচিপের পঞ্চম সম্মেলনে প্রধানমন্ত্রী : চাই রাজনৈতিক স্থিতিশীলতা

পরের সংবাদ

কুবিসাস : সভাপতি মহিউদ্দিন সম্পাদক ইউসুফ

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুহা. মহিউদ্দিন মাহি এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমেদ ইউসুফ আকাশ নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন। এর আগে বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক আজকালের খবরের মীর শাহাদাত হোসেন (সহসভাপতি), দৈনিক ইত্তেফাকের জান্নাতুল ফেরদাউস (যুগ্ম সাধারণ সম্পাদক), দৈনিক যায়যায়দিনের ইকবাল মনোয়ার (অর্থ সম্পাদক), মানবকণ্ঠের জুবায়ের রহমান (দপ্তর সম্পাদক), দৈনিক কুমিল্লার কাগজের সাঈদ হাসান (তথ্য ও পাঠাগার সম্পাদক) এবং কার্যনির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ শাহীন আলম ও হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর নির্বাচন কমিশনার প্রতœতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এবং ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, সাংবাদিক সমিতির সাবেক নেতা এবং বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের নেতারা। 
উল্লেখ্য, নবনির্বাচিত এ কমিটি সমিতির অষ্টম কার্যনির্বাহী পরিষদ। বর্তমান কমিটির দায়িত্ব হস্তান্তরের পর থেকে নতুন এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়