এইচএসসির বিতর্কিত প্রশ্ন, প্রণেতারা শাস্তি পেলেন : আর কোনো পাবলিক পরীক্ষার দায়িত্ব নয়

আগের সংবাদ

স্বাচিপের পঞ্চম সম্মেলনে প্রধানমন্ত্রী : চাই রাজনৈতিক স্থিতিশীলতা

পরের সংবাদ

আলীকদমে ৩০ হাজার ইয়াবা জব্দ

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি : আলীকদমে সেনাবাহিনীর অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। গত বুধবার রাতে সিলেটি পাড়া থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে আলীকদম সেনা জোন। এ সময় সদর ইউনিয়নের সিলেটি পাড়ার মৃত আলী মিয়ার ছেলে মো. হাসানকে (২৭) আটক করা হয়। সে মিয়ানমারের নাগরিক বলে জানান স্থানীয়রা। জানা যায়, পাচারের উদ্দেশ্য ইয়াবা ব্যবসায়ী সিলেটি পাড়া এলাকায় ইয়াবা মজুত করেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সিলেটি পাড়ায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেন আলীকদম জোনের সেনা সদস্যরা। এ সময় হাসান নামে এক রোহিঙ্গা নাগরিক পালিয়ে যায়। আলীকদম থানার পরিদর্শক (তদন্ত) মোজাফফর হোসেন ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়