এইচএসসির বিতর্কিত প্রশ্ন, প্রণেতারা শাস্তি পেলেন : আর কোনো পাবলিক পরীক্ষার দায়িত্ব নয়

আগের সংবাদ

স্বাচিপের পঞ্চম সম্মেলনে প্রধানমন্ত্রী : চাই রাজনৈতিক স্থিতিশীলতা

পরের সংবাদ

অন্ধ চিঠি

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মনে আছে
একদিন নীলখামে একটি চিঠি পেয়েছিলাম
অক্ষরগুলো এখন কালিক কুয়াশামাখা
তবে লেখার গাঁথুনি মনে ধরে আছে
কিছু অধরমদিরা ফুল-হাসি কিংবা বিকশিত হাসি-ফুল
কিছু গোপনীয় ভালোবাসা রৌদ্র¯œাত আকাশ অথবা
রঙধনু মেঘমঞ্জরি
লেখা ছিল সমুদ্র-সমুজ্জ্বল ঢেউ আর ঢেউয়ের গর্জন
লেখা ছিল পাহাড়ের গা বেয়ে ঝরা ঝরঝর ঝরনা
মনে আছে
ফসলে মাখানো নবান্ন ঘ্রাণ পাচ্ছিলাম প্রতিটি অক্ষরে
জোছনাবৃত সাদা বালিকার তুমুল প্রক্ষালন
প্রতিটি নিখাদ শব্দ আর বাক্যজালে

মনে আছে
একদিন নীলখামে একটি চিঠি পেয়েছিলাম
যে কারণে এখনো একা বিপ্লুত
হয়ত বুঝিনি চিঠির দুর্মর ভাষা
কী লিখেছিল অজানা কেউ
যার হাতে তুলোট কাগজ তুলোট মেঘের আলপনা
তাকে আর কখনো খুঁজিনি
তবে এখনো ভাবতে ভালো লাগে
সেই চিঠিখানা হয়ত নিজেই অন্ধ ছিল
এসেছিল ভুল ঠিকানায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়