রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় যাবজ্জীবন

আগের সংবাদ

নৌকায় ভোট দেবেন, ওয়াদা চাই : যশোরের জনসমুদ্রে শেখ হাসিনা, বিএনপির কাজই গুজব ছড়ানো, রিজার্ভের কোনো সমস্যা নেই

পরের সংবাদ

মতলব উত্তর : শিক্ষা অফিসার ও ১৬ শিক্ষকের বিদায়

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মনিরুল ইসলাম মনির, চাঁদপুর থেকে : মতলব উত্তর উপজেলার শিক্ষা অফিসার ও সহকারী অফিসার এবং ১৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছায় অবসরজনিত কারণে উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া, বদলিজনিত কারণে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়া ও ১৬ জন শিক্ষককে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার অলি উল্যাহর সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া, বিদায়ী সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আহসানুজ্জামান লুলু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বুলবুল, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন প্রধান প্রমুখ।
বিদায়ী প্রধান শিক্ষকরা হলেন- জহিরুল ইসলাম, মোতালেব মিয়া, হারুন অর রশিদ, আব্দুল ওহাব, রহমত আলী পাটোয়ারী, জামাল উদ্দিন প্রমুখ।
, আব্দুল আজিজ।
বিদায়ী সহকারী শিক্ষক আব্দুল হান্নান, হাবিব উল্লাহ, ইয়াকুব আলী, শামসুল আলম, সেলিনা আক্তার, গীতা ভৌমিক, নাজনীন আক্তার, সিরাজুল ইসলাম।
কর্মরত প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সুখরঞ্জন বিশ্বাস, আবুল খায়ের মো. বাহাউদ্দিন, মামুনুর রশিদ, কুলসুম আক্তার, আনিছুর রহমান, কোহিনুর আক্তার, নুর উদ্দীন, নূরে আলম ছিদ্দিকী, আলী আজম, সালমা পারভীন।
কর্মরত সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- শ্যামল কুমার বাড়ৈ, শাহ আলম, ফরিদ আহমেদ, আব্দুল হালিম, মাহফুজ মিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়