রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় যাবজ্জীবন

আগের সংবাদ

নৌকায় ভোট দেবেন, ওয়াদা চাই : যশোরের জনসমুদ্রে শেখ হাসিনা, বিএনপির কাজই গুজব ছড়ানো, রিজার্ভের কোনো সমস্যা নেই

পরের সংবাদ

বরিশাল জেলা পরিষদ : চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

এম কে রানা, বরিশাল থেকে : বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন এডভোকেট এ কে এম জাহাঙ্গীর। গত মঙ্গলবার দুপুরে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং পরিষদের অন্য সদস্যদের উপস্থিতিতে দায়িত্ব বুঝে নেন তিনি। নির্বাচিত হওয়ার এক মাস চার দিন পর দায়িত্ব নিলেন জেলা পরিষদ চেয়ারম্যান।
এ উপলক্ষে জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। পরে দায়িত্ব গ্রহণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এ কে এম জাহাঙ্গীর। এ সময় জেলা পরিষদের সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত রাখতে নিজে দুর্নীতিমুক্ত থাকার প্রতিশ্রæতি দেন। দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়