রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় যাবজ্জীবন

আগের সংবাদ

নৌকায় ভোট দেবেন, ওয়াদা চাই : যশোরের জনসমুদ্রে শেখ হাসিনা, বিএনপির কাজই গুজব ছড়ানো, রিজার্ভের কোনো সমস্যা নেই

পরের সংবাদ

ফ্রান্স দলে ইনজুরিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে ফ্রান্স। অলিভিয়ের জিরুর জোড়া গোল, আদ্রেঁয়া রাবিও ও কিলিয়ান এমবাপ্পের গোলে দারুণ সূচনা হয়েছে তাদের। তবে এমন জয়ের পরও দলে দেখা দিয়েছে হতাশা। চোটের কারণে একে একে দল থেকে ছিটকে যাচ্ছেন ফুটবলাররা। এবার বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের মিনিট দশেক পরই চোটে পড়েন হার্নান্দেজ। ব্যথায় কাবু হয়ে মাঠেই শুয়ে পড়েন এই ডিফেন্ডার। তারপর আর খেলায় ফেরা হয়নি। তার ধাক্কাতেই এই বায়ার্ন মিউনিখ ডিফেন্ডারের শেষ হয়ে যাচ্ছে কাতার বিশ্বকাপ। কোচ দিদিয়ের দেশম জানিয়েছিলেন, তার বেশ কিছু টেস্ট প্রয়োজন হবে মূলত পরিস্থিতি কী জানার জন্য। টেস্টের পর দেখা গেছে, ডান পায়ের হাঁটুর লিগ্যামেন্স ছিঁড়ে গেছে। তবে বিশ্বকাপে তার খেলা নিয়ে কোচ কিংবা কর্তৃপক্ষ সরাসরি কিছু বলেননি।
বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরির কারণে ছয়জন ফুটবলারকে হারিয়েছে ফ্রান্স। এর মধ্যে গত বিশ্বকাপজয়ী গুরুত্বপূর্ণ ফুটবলার এনগোলা কন্তে, পল পগবাও রয়েছেন। রয়েছেন প্রিসনেল কিম্পেম্বে, এনকুনকু, ম্যাইগনানও। বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে হঠাৎ ইনজুরিতে পড়ে ছিটকে যান করিম বেনজেমা। বর্তমান ব্যালন ডি’অর জয়ী এই স্ট্রাইকার ছিলেন ফ্রান্সের অনেক বড় এক শক্তি। বেনজেমাকে নিয়ে মোট ৬ তারকাকে হারিয়েছিল ফ্রান্স। এরপরও কোচ দিদিয়ের দেশম বলেছিলেন, তিনি শঙ্কিত নন। সেটা প্রমাণ হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পরই। এরই মধ্যে সপ্তম ফুটবলার হিসেবে ছিটকে গেছেন লুকাস হার্নান্দেজ।বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে খেলছিলেন হার্নান্দেজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্স একাদশেও ছিলেন তিনি। মাঠে নেমে খেলেছিলেন কিছুক্ষণ। নবম মিনিটে অস্ট্রেলিয়া প্রথম যে গোলটি করেন, ম্যাথিউ লেকির ক্রসে ক্রেইগ গুডউইনের পা থেকে- তখনই লেকিকে ট্যাকল করতে গিয়ে আঘাতটা পান হার্নান্দেজ।
এদিকে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে গতকাল বড় দুঃসংবাদ পায় জার্মানি। তাদের তারকা ফুটবলার লেরয় সানে হঠাৎ ইনজুরিতে পড়েছেন। বিশ্বকাপ থেকে ছিটকে না পড়লেও গতকাল জাপানের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি তিনি। মূলত অনুশীলনে চোট পেয়েছেন সানে। যদিও চোট খুব বেশি গুরুতর নয়। চার-পাঁচ দিন পর মাঠে নামতে পারবেন তিনি। ততদিনে বিশ্বকাপের অন্তত দুটি ম্যাচ খেলে ফেলবে জার্মানি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়