রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় যাবজ্জীবন

আগের সংবাদ

নৌকায় ভোট দেবেন, ওয়াদা চাই : যশোরের জনসমুদ্রে শেখ হাসিনা, বিএনপির কাজই গুজব ছড়ানো, রিজার্ভের কোনো সমস্যা নেই

পরের সংবাদ

নন্দীগ্রাম : ভিজিডির চাল পেলেন ৮৯৩ সুবিধাভোগী 

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামের বুড়ইল ও থালতামাঝগ্রাম ইউনিয়নে ৮৯৩ জন সুবিধাভোগীর মাঝে ২০২১-২২ অর্থবছরের ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদ চত্বরে ৪৭২ জন কার্ডধারী সুবিধাভোগীর মাঝে চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা উপজেলা পরিসংখ্যান অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, ইউপি সচিব মো. মসলিম উদ্দিন, ইউপি সদস্য মহিদুল ইসলাম বাবু, জব্বর আলী, মোছা. ফেরদৌসী, হাওয়া বেগম, আঞ্জুয়ারা বেগম প্রমুখ। 
একইদিন সকালে থালতামাঝগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ৪২১ জন সুবিধাভোগীর মাঝে ভিজিডির চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন। এসময় তদারকি কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফ আলী, ইউপি সচিব মো. আনোয়ার হোসেন, ইউপি সদস্য কায়ছার আলী, মুকুল হোসেন, আক্কাস আলী, বিলকিস জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়