রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় যাবজ্জীবন

আগের সংবাদ

নৌকায় ভোট দেবেন, ওয়াদা চাই : যশোরের জনসমুদ্রে শেখ হাসিনা, বিএনপির কাজই গুজব ছড়ানো, রিজার্ভের কোনো সমস্যা নেই

পরের সংবাদ

গ্রামীণ টেলিকম : দুই পরিচালক ও এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ৩ হাজার কোটি টাকা পাচারসহ ৪ অভিযোগে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম, প্রতিষ্ঠানের দুই পরিচালক আশরাফুল হাসান ও পারভীন মাহমুদ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্ব একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে।
গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অভিযোগ, অনিয়মের মাধ্যমে শ্রমিক-কর্মচারীদের অর্থ লোপাট এবং তাদের পাওনা ৩৬৪ কোটি টাকা পরিশোধে অবৈধভাবে এডভোকেট ফি ও অন্যান্য ফির নামে ৬ শতাংশ অর্থ কর্তন। এছাড়া তাদের কল্যাণ তহবিলে বরাদ্দ করা ৪৫ কোটি ৫২ লাখ টাকা বিতরণ না করে আত্মসাৎ করাসহ কোম্পানি থেকে ২ হাজার ৯৭৭ কোটি টাকা অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তরেরও অভিযোগ রয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়। দুদকের ৩ সদস্যের একটি দল গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করছে। এতে কমিশনের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান ছাড়াও দুদক সহকারী পরিচালক জেসমিন আক্তার ও নূরে আলম সিদ্দিকী রয়েছেন। সেই অনুসন্ধানের অংশ হিসেবে গতকাল তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদে আছেন। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের সঙ্গে ইউনূসের যুক্ততা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেন, সব সিদ্ধান্ত হয়েছে বোর্ডের মাধ্যমে, ব্যক্তিগতভাবে কোনো কিছুর সঙ্গে জড়িত নন ড. ইউনূস। ১৯৯৭ সাল থেকে গ্রামীণ টেলিকমের এমডির পদে থাকা নাজমুল দাবি, প্রতিষ্ঠানের শ্রমিকদের অর্থ ছাড় করা হয়েছে নিয়ম মেনেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়