রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় যাবজ্জীবন

আগের সংবাদ

নৌকায় ভোট দেবেন, ওয়াদা চাই : যশোরের জনসমুদ্রে শেখ হাসিনা, বিএনপির কাজই গুজব ছড়ানো, রিজার্ভের কোনো সমস্যা নেই

পরের সংবাদ

গাজীপুরের শ্রীপুর : বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে সভা

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের ক্ষনিকা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর আশিকিন, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মাদবর, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি এস এম আলী আকবর চৌধুরী, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মন্জুরুল ইসলাম।
এছাড়া আরো বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম, শ্রীপুর উপজেলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা বজলুর রশীদ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি ও শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমান শামীম, সাধারণ সম্পাদক সেলিম শেখ, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় মুক্তিযোদ্ধারা আবেদন করেন শহীদ বুদ্ধিজীবী দিবসে সব সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন এবং মহান বিজয় দিবসে কোনো প্রতিষ্ঠানে কাটাছেঁড়া জাতীয় পতাকা যেন উত্তোলন করা না হয় সেদিকে প্রশাসনের দায়িত্বশীল দপ্তরকে নজর রাখার অনুরোধ জানান। অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে সর্বসম্মতিক্রমে যথাযোগ্য মর্যাদায় দিবস দুটি পালন ও উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়