রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় যাবজ্জীবন

আগের সংবাদ

নৌকায় ভোট দেবেন, ওয়াদা চাই : যশোরের জনসমুদ্রে শেখ হাসিনা, বিএনপির কাজই গুজব ছড়ানো, রিজার্ভের কোনো সমস্যা নেই

পরের সংবাদ

কাল রাধারমণ লোকসংগীত উৎসব

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : তিন দিনব্যাপী রাধারমণ লোকসঙ্গীত উৎসব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। ‘রাধারমণ কমপ্লেক্স নির্মাণ সময়ের দাবি’ স্লোগানে এবারের আয়োজন হবে বাংলা একাডেমির নজরুল মঞ্চে। উৎসবের উদ্বোধন করবেন সুনামগঞ্জের প্রখ্যাত কীর্তনীয়া যশোদা রানী সূত্রধর। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন রামেন্দু মজুমদার, কবি মুহাম্মদ নূরুল হুদা, কবি মিনার মনসুর। আলোচক থাকবেন গবেষক সুমন কুমার দাশ। শুভেচ্ছা বক্তব্য দেবেন রজত বরণ দত্ত। স্বাগত বক্তব্য দেবেন বিশ্বজিৎ রায় এবং সভাপতিত্ব করবেন মাহমুদ সেলিম। সমাপনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র আয়োজিত উৎসবে পরিবেশিত হবে হাওর অঞ্চলের লোকগান। প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে অনুষ্ঠান শুরু হবে। গতকাল বুধবার রাজধানীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সভাপতি মাহমুদ সেলিম, সাধারণ সম্পাদক ড. বিশ্বজিৎ রায়সহ সংগঠনের অন্য নেতারা।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১১ বছর আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠেই উৎসবের আয়োজন করতাম। এবার আমাদের মাঠ ব্যবহারের অনুমতি দেয়া হয়নি। বলা হয়েছে, এশিয়ান আর্ট ফেস্টিভ্যালের জন্য এক মাস আগে থেকেই মাঠে প্রস্তুতির কাজ চলবে। তাই আমরা দীর্ঘ ১১ বছরে গড়ে ওঠা ঐতিহ্যের স্থানটি পরিবর্তন করতে বাধ্য হই। এবারের উৎসবটি আমরা আয়োজন করছি বাংলা একাডেমির নজরুল মঞ্চে।
গত বছর থেকে রাধারমণের নামে আয়োজিত এই উৎসবের পরিসর আরো বাড়ানো হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সৈয়দ শাহনূর, রাধারমণ, শেখ ভানু, হাছন রাজা, ফকির দীন হীন, মনমোহন দত্ত, আরকুম শাহ, উকিল মুন্সি, দীন শরৎ, জালালউদ্দিন খাঁ, অখিল ঠাকুর, শাহ আবদুল করিম, দুর্বিন শাহ, অমর শীল, কফিলউদ্দিন সরকার, বিজয় সরকার, রশীদ উদ্দিনের গান উৎসবে যুক্ত করা হয়েছে।
শুক্রবার উৎসবের উদ্বোধনী দিন দলীয় সংগীত পরিবেশন করবে গানের দল ‘নিবেদন’। এছাড়া একক কণ্ঠে গান পরিবেশন করবেন অণিমা মুক্তি গোমেজ, আবুবকর সিদ্দিক, তুলিকা ঘোষ, শুভ বণিক, শাহনাজ বেলী, বাউল হারুনসহ অনেকে।
দ্বিতীয় দিন দলীয় সংগীত পরিবেশন করবে ‘ফোক বাংলা’। নৃত্য পরিবেশন করবে বেণুকা ললিতকলা একাডেমি। একক গান পরিবেশন করবেন বাউল আব্দুর রহমান, রণেশ ঠাকুর, চন্দনা মজুমদার, শাহানা আক্তার, সেলিম চৌধুরী, সুমনা দাস, বাউল সিরাজউদ্দিনসহ অনেকে। সমাপনী দিন বিশেষ অতিথি থাকবেন আওয়ামী সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ম. হামিদ, রফিকুল ইসলাম, ঝুনা চৌধুরী, কবি শামীম রেজা। সভাপতিত্ব করবেন অভিজিৎ চৌধুরী।
সমাপনী আয়োজনে দলীয় সংগীত পরিবেশন করবে লোকাঙ্গণ। নৃত্য পরিবেশন করবে নৃত্যাক্ষ। একক সঙ্গীত পরিবেশন করবেন বাউল বসিরউদ্দিন, সূর্যলাল, শিশির অধিকারী, সুনীল কর্মকার, রেখা বেগম, নারায়ণচন্দ্র শীলসহ অন্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়