অর্থপাচার মামলা : বরকত-রুবেলের আরেক সহযোগী কারাগারে

আগের সংবাদ

আরব্য রজনীর নতুন রূপকথা : সৌদি আরব ২ : আর্জেন্টিনা ১ > মেসিদের প্রত্যাশিত হারে স্তব্ধ ফুটবল বিশ্ব

পরের সংবাদ

সিরাজদিখান : ক্লিনিকে বিষধর সাপ আতঙ্ক!

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানের উত্তর রাঙ্গামালিয়া কমিউনিটি ক্লিনিকে বিষধর সাপের আতঙ্ক বিরাজ করছে। এ কারণে ক্লিনিকটি সম্পূর্ণ বন্ধ রেখে পাশের একটি কাছারি ঘরে রোগীদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
জানা গেছে, গত রবিবার ক্লিনিকটির ভেতরে সাতটি সাপের দেখা মেলে। এ সময় উৎসুক জনতা সাপগুলো মেরে ফেলে। এরপর গতকাল সোমবার দুপুরের দিকে ওই ক্লিনিকে আবারো তিনটি সাপের দেখা মেলে। মূলত গত চার দিন ধরে ক্লিনিকের ভেতরে সাপের দেখা মিলছে। এদিকে উত্তর রাঙ্গামালিয়া ক্লিনিকের সিএইচসিপি কল্পনা আক্তার সাপ আতঙ্কের বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরাকে জানিয়েছেন। এরপর ডা. আঞ্জুমান আরা ক্লিনিকের ভেতরে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
ওই ক্লিনিকে সেবা নিতে আসা রোগী মিম আক্তার, আলো বেগম, হাবিবা, সিরাজুল হক, নিলুফা ও সায়না বেগম জানান, ক্লিনিকের ভেতরে প্রতিদিনই বিষধর সাপের দেখা মিলছে। তাই ক্লিনিক বন্ধ রেখে পাশেই কাছারি ঘরে রোগীদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
ওই ক্লিনিকের সিএইচসিপি কল্পনা আক্তার জানান, প্রতিদিন এখানে সাপ দেখা যায়। এতে আতঙ্ক বিরাজ করছে ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি, সেবা নিতে আসা রোগী ও এলাকাবাসীর মধ্যে। সেজন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে ক্লিনিকের ভেতরে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে পাশেই চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, ‘সাপের উপদ্রবের বিষয়টি আমি জেলা সিভিল সার্জনকে জানিয়েছি। সিভিল সার্জন বলেছেন ক্লিনিক বন্ধ রেখে পাশে কাছারি ঘরে রোগীদের সেবা দিতে। সেই নির্দেশনা অনুযায়ী এখন ক্লিনিকের কার্যক্রম চলছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়