অর্থপাচার মামলা : বরকত-রুবেলের আরেক সহযোগী কারাগারে

আগের সংবাদ

আরব্য রজনীর নতুন রূপকথা : সৌদি আরব ২ : আর্জেন্টিনা ১ > মেসিদের প্রত্যাশিত হারে স্তব্ধ ফুটবল বিশ্ব

পরের সংবাদ

সিংড়া : নকল স্বর্ণের মূর্তি বিক্রি করা সাত প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর ও সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়ায় নকল স্বর্ণের মূর্র্তি দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গত রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সোনালি রঙের পিতলের ছোট পুতুল জব্দ করা হয়।
নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, লালপুর উপজেলার সালামপুর গ্রামের তরিকুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে ২ লাখ ২০ হাজার টাকায় একটি স্বর্ণের মূর্তি বিক্রি করে সিংড়ার পিপলসন গ্রামের একটি প্রতারক চক্র।
পরে তিনি মূর্তিটি স্বর্ণের দোকানে দেখানোর পর জানতে পারেন এটি স্বর্ণের নয়। এরপর তিনি টাকা ফেরত চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেয় চক্রটি। তরিকুল ইসলাম ঘটনাটি জানিয়ে র‌্যাব সদস্যদের কাছে অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে নাটোর জেলার সিংড়া থানাধীন পিপলসন দড়িপাড়া এলাকায় অভিযান চালান র‌্যাব সদস্যরা। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় আরো ৪ জন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন সিংড়ার পিপলসন দড়িপাড়া গ্রামের মন্টু মিয়া, মুকুল হোসেন, শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, জাহিদুল ইসলাম, রজিম আহম্মেদ ও বগুড়ার শেরপুরের আনোয়ার হোসেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করে সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়