অর্থপাচার মামলা : বরকত-রুবেলের আরেক সহযোগী কারাগারে

আগের সংবাদ

আরব্য রজনীর নতুন রূপকথা : সৌদি আরব ২ : আর্জেন্টিনা ১ > মেসিদের প্রত্যাশিত হারে স্তব্ধ ফুটবল বিশ্ব

পরের সংবাদ

মন্দার বাজারে সফল ‘দৃশ্যম-২’

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : ২০১৫ সালে মুক্তি পেয়েছিল দৃশ্যম। সিনেমার বাজেট ছিল ৩৮ কোটির কাছাকাছি। আর ঘরে তুলেছিল ১১০ কোটি। যা এই একই নামের একটি দক্ষিণী সিনেমার রিমেক। তবে পরের পার্ট ফ্রেশ, বলিউডেই প্রথম বানানো হলো। ৭ বছর আগে ঠিক যেখানে শেষ হয়েছিল ঘটনা, এবারও সেখান থেকেই শুরু হলো। ২০২২ জুড়ে বলিউডের বাজার খারাপ। হাতেগোনা কিছু সিনেমা ভালো ফল করেছে বক্স অফিসে। তবে বছরের শেষে একটু আলাদা ছাপ ফেলল অজয় দেবগন আর টাবুর ‘দৃশ্যম-২’। শুক্র-শনিবারের তুলনায় রবিবার আরও বেশি ব্যবসা করল এই সিনেমা। ঘরে তুলল ২৭ কোটি। তিন দিনে ছবির আয় ৬৪ কোটির বেশি। গত শুক্রবার মুক্তির দিন সিনেমাটি ব্যবসা করেছিল ১৫.৩৮ কোটি। আর ওই দিনের মোট আয় ২১.৫৯ কোটি। আর রবিবার ২৭ কোটি। এই ট্রেন্ড বলছে, সপ্তাহের শেষেই হয়তো পৌঁছে যাবে ১০০ কোটির ঘরে। যা নিঃসন্দেহে একটা বড় সাফল্য। বক্স অফিসের রিপোর্ট অনুসারে অক্ষয়ের ‘রাম সেতু’, কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’ কে পিছনে ফেলে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পেয়েছে এই সিনেমা। এর আগে রয়েছে রণবীর-আলিয়ার ব্রহ্মাস্ত্র পার্ট ১। ‘দৃশ্যম-২’ পরিচালনা করেছেন অভিষেক পাঠক। যদিও দৃশ্যম ছবিটির প্রথম ভাগ পরিচালনা করে ছিলেন নিশিকান্ত কামাত। এই সিনেমায় অভিনয় করেছেন অজয়, টাবু, শ্রিয়া শ্যারন, ইশিতা দত্ত, অক্ষয় খান্না, রজত কাপুর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়