অর্থপাচার মামলা : বরকত-রুবেলের আরেক সহযোগী কারাগারে

আগের সংবাদ

আরব্য রজনীর নতুন রূপকথা : সৌদি আরব ২ : আর্জেন্টিনা ১ > মেসিদের প্রত্যাশিত হারে স্তব্ধ ফুটবল বিশ্ব

পরের সংবাদ

দর হারানোর শীর্ষে আমরা নেটওয়ার্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭২টির বা ২৩.৬৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগের কার্যদিবসে আমরা নেটওয়ার্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৬.১০ টাকায়।
অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৬.৩০ টাকা বা ১২.০২ শতাংশ কমেছে। এর মাধ্যমে আমরা নেটওয়ার্ক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্সের ১১.৭১ শতাংশ, ইন্ট্রাকোর ৮.৮৭ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৭৪ শতাংশ, বসুন্ধরা পেপারের ৮.৫৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.০১ শতাংশ, আমরা টেকনোলজিসের ৭.৭৪ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৭.৬১ শতাংশ, সোনালী আঁশের ৭.৪৯ শতাংশ এবং এডিএন টেলিকমের শেয়ার দর ৭.৩৪ শতাংশ কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়