অর্থপাচার মামলা : বরকত-রুবেলের আরেক সহযোগী কারাগারে

আগের সংবাদ

আরব্য রজনীর নতুন রূপকথা : সৌদি আরব ২ : আর্জেন্টিনা ১ > মেসিদের প্রত্যাশিত হারে স্তব্ধ ফুটবল বিশ্ব

পরের সংবাদ

কটিয়াদীতে মাদক প্রতিরোধে কর্মশালা

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কটিয়াদীতে মাদকদ্রব্য রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান, কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল আলম রফিক, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মসুয়া ইউনিয়ন চেয়ারম্যান আবু বাক্কার ছিদ্দিক, লোহাজুড়ি ইউপি চেয়ারম্যান হায়দার মারুয়া, সহ¯্রাম ধুলদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ, আচমিতা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন মেম্বার ও মহিলা মেম্বারসহ উপজেলা প্রশাসন। কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়