কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী আজ

আগের সংবাদ

বিদেশি রাষ্ট্রদূতদের আচরণবিধি মনে করালেন মোমেন

পরের সংবাদ

স্থায়ী প্রধান শিক্ষক নেই বেড়ার ৫৫ প্রাথমিকে

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলায় ৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই স্থায়ী প্রধান শিক্ষক। এতে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
জানা গেছে, উপজেলায় ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৫টি বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক নেই। চলতি দায়িত্বপ্রাপ্ত হিসেবে রয়েছেন ৪৪ জন এবং উন্নয়ন খাতে রয়েছেন ৮ জন শিক্ষক।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন চলতি দায়িত্ব পালন করতে গিয়ে এসব প্রধান শিক্ষক হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তারা দ্রুত স্থায়ী করার দাবি জানিয়েছেন।
সম্প্রতি আবারো সহকারী শিক্ষক থেকে ৬০ শতাংশ প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া চলছে বলে জানা যায়। শিক্ষকরা তাদের কাগজপত্র উপজেলায় জমা দিয়েছেন।
এ কার্যক্রম শেষ হলে এবং চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকরা স্থায়ী হলে এ সমস্যার সমাধান হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়