কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী আজ

আগের সংবাদ

বিদেশি রাষ্ট্রদূতদের আচরণবিধি মনে করালেন মোমেন

পরের সংবাদ

লোহাগড়া : জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ২০ গাছ কর্তন

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়া সদর ইউনিয়নের চর বগজুড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ফলদ ও বনজসহ বিভিন্ন প্রজাতির ২০টি গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। যার মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ব্যাপারে ভুক্তভোগী এরশাদ রহমান বাদী হয়ে লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, লোহাগড়া সদর ইউনিয়নের চরবগজুড়ি গ্রামের মৃত মোবারক মোল্যার স্ত্রী খাদিজা বেগম বলেন, ছেলেরা বাড়িতে না থাকায় আমার ক্রয়কৃত জমি থেকে চর কালনা গ্রামের মৃত মালেক খানের ছেলে ওমর খাঁনের নেতৃত্বে ৭-৮ জন দুর্বত্ত গত শনিবার সকালে আমার ৫ লক্ষাধিক টাকার ২০-২২টি ফলদ ও বনজ গাছ কেটে ফেলেছে। এ ঘটনায় মৃত মোবারক মোল্যার ছেলে এরশাদ ওমর খানসহ ৬ জনের নামে লোহাগড়া থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত ওমর খানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ যায়।
ওসি নাসির উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়