কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী আজ

আগের সংবাদ

বিদেশি রাষ্ট্রদূতদের আচরণবিধি মনে করালেন মোমেন

পরের সংবাদ

মধুমিতায় সিনেমার বদলে খেলা

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : গতকাল থেকে কাতারে শুরু হয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পড়েছে বিশ্বকাপের প্রভাব। আগামী এক মাসে বড় কোনো তারকার সিনেমা আসবে না পেক্ষাগৃহে। বিষয়টি জানার পর ঢাকার অভিজাত সিনেমা হল ‘মধুমিতা’ এক মাসের জন্য চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করেছে। তারা এই সময়টাতে ফুটবল বিশ্বকাপ দেখাবে প্রজেক্টরে। হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানান, ‘পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি, ফুটবল বিশ্বকাপের সময় সাধারণ মানুষের সিনেমা দেখার প্রতি কোনো ঝোঁক থাকে না। পরিচালক-প্রযোজকরাও বিষয়টি জানেন। তাই এ সময়টাতে বড় কোনো সিনেমা মুক্তি দেন না। তবে হলের তো একটা খরচ আছে। আমাদের অনেক স্টাফ আছেন, যাদের মাসিক বেতন দিতে হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি, এই এক মাস বিশ্বকাপের খেলা দেখাব হলটিতে।’ মধুমিতা যখন চলচ্চিত্র প্রদর্শনী না করার সিদ্ধান্ত নিয়েছে, তখন উত্তরা ক্লাব নিয়েছে নতুন উদ্যোগ। তারা ক্লাবটির সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তিতে চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করেছে। ক্লাবটির জন্য ছবি বুকিং করেন চার দশক ধরে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট থাকা মনসুর আলী। তিনি বলেন, ‘আমরা এর মধ্যে ‘বিদ্রোহী’, ‘বিক্ষোভ’, ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’সহ অনেক ছবি চালিয়েছি। ক্লাবটির সদস্যরা অভিজাত, তারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন। বেশ আগ্রহ নিয়েই দেখেন। ক্লাবটির সদস্যদের মতো অন্যান্য ক্লাব যেমন- ঢাকা ক্লাব, ধানমন্ডি ক্লাব, গুলশান ক্লাবেও যদি বাংলা চলচ্চিত্র চলত, তাহলে সিনেমা হল সংকট অনেকটা কমে যেত। আমার মনে হয় উত্তরা ক্লাবের এই কথা জানলে অন্যান্য ক্লাবও বিষয়টির দিকে নজর দেবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়