কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী আজ

আগের সংবাদ

বিদেশি রাষ্ট্রদূতদের আচরণবিধি মনে করালেন মোমেন

পরের সংবাদ

তিন প্রেক্ষাগৃহে ‘বীরকন্যা প্রীতিলতা’

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : আগামী ২৫ নভেম্বর দেশের তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’। তিনটি প্রেক্ষাগৃহের মধ্যে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে টিকেটের অর্ধেক দামে ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমাটি দেখতে পাবেন শিক্ষার্থীরা। তবে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেলেও সেখানে শিক্ষার্থীরা অর্ধেক দামের টিকেট পাবেন কিনা তা এখনো নিশ্চিত না বলে জানিয়েছেন সিনেমার পরিচালক প্রদীপ ঘোষ। গতকাল সকালে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্মাতা। শিক্ষার্থীদের সিনেমাটি দেখার বিষয়ে এই নির্মাতা বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা হাফ পাসের কুপন দিয়ে আসছি। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আগ্রহী, তাদের কাছে আমরা কুপন পৌঁছে দিতে প্রস্তুত আছি।’ সিনেমা হলের পর পরিচালক নিজ উদ্যোগে সিনেমাটি বিভিন্ন জায়গায় দেখাবেন বলে জানান। সংবাদ সম্মেলনে সিনেমার ট্রেইলার প্রদর্শন করা হয়। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়