কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী আজ

আগের সংবাদ

বিদেশি রাষ্ট্রদূতদের আচরণবিধি মনে করালেন মোমেন

পরের সংবাদ

ওবায়দুল কাদের : খেলার নিয়ম ভাঙলে খবর আছে

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : খেলার নিয়ম ভাঙলে খবর আছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। এই বাংলার মাটিতে এবার আগুন নিয়ে খেলতে দেব না। লাঠি দিয়ে খেলতে দেব না। রাজনীতি রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করতে চাই। যদি খেলার নিয়ম কেউ ভঙ্গ করেন, তাহলে খবর আছে। গতকাল রবিবার রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিএনপির বিরুদ্ধে এই হুঁশিয়ারি করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, লন্ডনে পলাতক তারেক রহমানের নেতৃত্বে নাকি দ্বিতীয় স্বাধীনতা আনবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ কি দ্বিতীয়বার স্বাধীন হবে? বিএনপি স্বাধীনতার শত্রæ। স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, আজ আমাদের গণতন্ত্র বিএনপি গিলে খেয়েছে। তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ গিলে খেয়েছে। স্বাধীনতার আদর্শ গিলে খেয়েছে। বিএনপি যদি আবার ক্ষমতা হাতে পায় তবে তারা বাংলাদেশকেই গিলে খাবে। তাই খেলা হবে, খেলার কোনো বিকল্প নেই। তবে খেলা মানে পাল্টাপাল্টি না, খেলা মানে মারামারি না। যদি বিএনপি আগুন নিয়ে আসে বা আগুন নিয়ে খেলে, তবে খেলা হবে।
মন্ত্রী বলেন, বিএনপি যতই অপপ্রচার করুক বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না। ফখরুল সাহেব মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন মিথ্যাবাদী মানুষ। ১০ ডিসেম্বর নিয়ে এখন আগের বক্তব্য অস্বীকার করলেও বিএনপির অন্তরে ভিন্ন কৌশল। আওয়ামী লীগ রাজপথে থাকবে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দেয়া হবে। তাদের তত্ত্বাবধায়কের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে। করপুরের মতো উড়ে যাবে। নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদল হবে না। ওবায়দুল কাদের বলেন, সিলেটে ৬ জেলার সমাবেশকেও হার মানিয়েছে উত্তরায় ৬ থানার সমাবেশ। আজকে এখানে কত লোক। সামনে কত লোক, পেছনে কত লোক। লোক ছাড়া কিছুই তো আমি দেখছি না।
গণসমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মো. হাবীব হাসান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়