অমিত শাহের আশ্বাস : রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ভারত

আগের সংবাদ

বিশ্বকাপের বাঁশি বাজল কাতারে

পরের সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি : ১৮ দিনেই মৃত্যু অক্টোবরের রেকর্ড ছুঁই ছুঁই

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : চলতি বছরের অক্টোবরে রেকর্ডসংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মৃত্যুও ছাড়িয়ে ছিল আগের রেকর্ড। তবে নভেম্বর মাসের মাত্র ১৮ দিনেই ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড প্রায় ছুঁই ছুঁই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২১ হাজার ৯৩২ জন ডেঙ্গু রোগী আর মৃত্যু হয়েছিল ৮৬ জনের। নভেম্বরের ১৮ দিনেই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৮৫ জনের।
এদিকে ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিগুণের বেশি বেড়েছে রোগীর সংখ্যা। মৃত্যুও বেড়েছে দ্বিগুণ। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৫৫৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৬ জনের।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ২৫০ জন। আর এই জ¦রে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৩ জন। ডেঙ্গুতে চলতি বছরের সর্বোচ্চ মৃত্যু হয় ৩ নভেম্বর। মৃতের সংখ্যা ছিল ৯ জন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দৈনিক সর্বোচ্চ রোগী ছিল ২ নভেম্বর। ওই দিন ১ হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ভর্তি ৫৫৯ জন রোগীর মধ্যে ৩২০ জন ঢাকার এবং ২৩৯ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৭৬৪ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৫৫২ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর (১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫২ হাজার ১৬১ জন। এই জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৬ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ হাজার ১৭১ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়